Viral Video

বিয়ে করতে এসে যৌতুকের আবদার ডাক্তার পাত্রের! দামি গাড়ির বদলে উচিত শিক্ষা দিল পঞ্চায়েত, ভাইরাল ভিডিয়ো

কনেপক্ষের মুখে সব শুনে পাত্র এবং তাঁর পরিবারকে ‘উচিত শিক্ষা’ দেওয়ার সিদ্ধান্ত নেয় পঞ্চায়েত। পঞ্চায়েতের তরফে পাত্রপক্ষকে জনসমক্ষে ক্ষমা চাইতে বলা হয়। এ ছাড়াও গরু কেনার জন্য পাঁচ লক্ষ টাকা এবং বিয়ের খরচের জন্য কনের পরিবারকে ৭৩ লক্ষের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৫ ১৩:০৯
Share:
Video of doctor groom faces punishment after dowry demand in Gurugram

ছবি: এক্স থেকে নেওয়া।

বিয়ের সময় যৌতুক দেওয়া এবং নেওয়া একটি বহু বিতর্কিত বিষয়। কঠোর আইন থাকা সত্ত্বেও এখনও অনেকে বিয়েতেই উপহারের নামে পাত্রপক্ষের হাতে যৌতুক তুলে দেন কনেপক্ষ। যৌতুক সংক্রান্ত অনেক ভিডিয়ো সমাজমাধ্যমে দেখা যায়, যা এই প্রথার রূঢ় বাস্তবতাকে প্রকাশ করে। সে রকমই যৌতুক সংক্রান্ত একটি ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভিডিয়োটি গুরুগ্রামের বলে জানা গিয়েছে। ভিডিয়োয় যৌতুক নেওয়ার জন্য এক চিকিৎসক পাত্রকে ‘উপযুক্ত শাস্তি’ পেতে দেখা গিয়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ঘটনাটি কবে ক্যামেরাবন্দি করা হয়েছিল, তা-ও ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

প্রতিবেদন অনুযায়ী, যে গাড়িটি দেওয়া হবে বলে ঠিক হয়েছিল, বিয়ে করতে এসে তার থেকে অনেক দামি একটি গাড়ি কনের পরিবারের কাছে দাবি করেন পেশায় চিকিৎসক পাত্র এবং তাঁর পরিবার। পছন্দসই গাড়ি না পেলে বিয়ে হবে না বলেও জানিয়ে দেন তাঁরা। তবে যৌতুকের চাপে মাথা নত করেননি পাত্রীর পরিবারের সদস্যেরা। বিষয়টি নিয়ে পঞ্চায়েতের দ্বারস্থ হন তাঁরা। পুলিশও ঘটনাস্থলে পৌঁছয়।

কনেপক্ষের মুখে সব শুনে পাত্র এবং তাঁর পরিবারকে ‘উচিত শিক্ষা’ দেওয়ার সিদ্ধান্ত নেয় পঞ্চায়েত। পঞ্চায়েতের তরফে পাত্রপক্ষকে জনসমক্ষে ক্ষমা চাইতে বলা হয়। এ ছাড়া গরু কেনার জন্য পাঁচ লক্ষ টাকা এবং বিয়ের খরচের জন্য কনের পরিবারকে ৭৩ লক্ষের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। ক্ষতিপূরণ না দিলে ফল ভাল হবে না বলেও পঞ্চায়েতের তরফে স্পষ্ট করা হয়েছে। সেই ঘটনারই ভিডিয়ো প্রকাশ্যে এসেছে।

Advertisement

‘লোকেন্দ্র সিংহ’ নামে এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা সেই ভিডিয়ো নিয়ে ইতিমধ্যেই হইচই পড়ে গিয়েছে। বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের একাংশ ‘বেশ হয়েছে’ রব তুললেও অনেকেই ওই নির্দেশের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement