Bangladeshi Dog Sontu

মারা গেল বাংলাদেশের তারকা কুকুর সন্তু! শোকবিহ্বল অনুরাগীরা, মনখারাপ এ পারেও

ফেসবুক, ইউটিউবে, ইনস্টাগ্রামে ব্যাপক জনপ্রিয় ছিল সন্তু। সমাজমাধ্যমে তার লক্ষ লক্ষ অনুরাগী ছিল। সন্তুর নামে খোলা সমাজমাধ্যমের অ্যাকাউন্ট থেকে প্রায়ই মজার মজার ভিডিয়ো পোস্ট করা হত।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৫ ১০:৪০
Share:
Viral celebrity dog from Bangladesh Sontu dies at the age of 8

ছবি: সংগৃহীত।

মারা গেল বাংলাদেশের জনপ্রিয় তারকা কুকুর সন্তু। তার মৃত্যুর খবরে বাংলাদেশে যেমন শোকের ছায়া, তেমনই শোকাহত তার অগুনতি ভারতীয় অনুরাগী। মৃত্যুর সময় বাংলাদেশি তারকা কুকুরটির বয়স হয়েছিল ৮ বছর। সন্তুর ফেসবুক পেজ থেকে রবিবার রাতে তার মৃত্যুর খবর জানানো হয়। ওই পোস্টে লেখা ছিল, ‘‘আমার মা পাখি পৃথিবীর সব আলো নিভিয়ে আকাশের তারা হয়ে গিয়েছে। ২৬ এপ্রিল ২০১৬ - ০২ মার্চ ২০২৫ রাত ১১টা ১৫ মিনিটে ৮ বছরের প্রাণ প্রদীপ নিয়ে এসে আমার প্রাণ পাখি আমার প্রাণ নিয়ে চলে গিয়েছে।’’

Advertisement

এই পোস্টের পরেই ভারত-বাংলাদেশ— দু’দেশেই শোকের ছায়া নামে। দুঃখপ্রকাশ করেন তার অনুরাগীরা। উল্লেখ্য, ফেসবুক, ইউটিউবে, ইনস্টাগ্রামে ব্যাপক জনপ্রিয় ছিল সন্তু। সমাজমাধ্যমে তার লক্ষ লক্ষ অনুরাগী ছিলেন। সন্তুর নামে খোলা সমাজমাধ্যমের অ্যাকাউন্ট থেকে প্রায়ই মজার মজার ভিডিয়ো পোস্ট করা হত। বহু মানুষ সেই ভিডিয়োর ভক্ত ছিলেন। দিন চারেক আগেই ফেসবুকের একটি পোস্টে সন্তুর শরীর খারাপের কথা জানানো হয়েছিল।

ভারত-ভ্রমণেও এসেছিল সন্তু। সেই সময় তার সঙ্গে দেখা করেছিলেন অভিনেত্রী দেবশ্রী রায়-সহ টলিউডের অনেক তারকা। এই বয়সে সন্তুর মৃত্যু অনেকেই মেনে নিতে পারছেন না। শিল্পী সুজয়প্রসাদ চট্টোপাধ্যায় লিখেছেন, ‘‘কী বলব কিছুই বুঝতে পারছি না।’’ সন্তুর মৃত্যুর খবরে এক নেটাগরিক লিখেছেন, ‘‘কী বলব ভাষা নেই। বুক ফেটে কান্না আসছে। সন্তু যেখানেই থাকিস ভাল থাকিস।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘মেনে নেওয়া যাচ্ছে না। সন্তুর কথা খুবই মনে প়়ড়বে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement