ছবি: ইউটিউব থেকে নেওয়া।
মেট্রো স্টেশনে দাঁড়িয়ে ঠোঁটে ঠোঁট। চুমু খেতে ব্যস্ত যুগল। যুগলের এ হেন কীর্তিতে হইচই সমাজমাধ্যমে। কলকাতা মেট্রোর কালীঘাট স্টেশনে ঘটনাটি ঘটেছে বলে খবর। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরালও হয়েছে সেই ভিডিয়ো। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ঘটনাটি কবে ঘটেছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, মেট্রো স্টেশনের প্ল্যাটফর্মে একটি স্তম্ভে হেলান দিয়ে একে অপরকে চুমু খাচ্ছে এক যুগল। গুটি কয়েক যাত্রী সেখানে দাঁড়িয়ে রয়েছেন। তাদের মধ্যে কেউ কেউ উঁকি মেরে যুগলকে দেখছেন। কেউ কেউ নিজেদের মধ্যে ওই যুগলকে নিয়ে কথা চালাচালি করছেন। তাঁদের মধ্যে এক যুবক ওই চুম্বনরত যুগলকে ক্যামেরাবন্দি করেন। সেই ভিডিয়োই ভাইরাল হয়েছে।
ইউটিউবে পোস্ট করা ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। লাইক-কমেন্টের ঝড় উঠেছে। যুগলের সমালোচনা করেও সরব হয়েছেন নেটাগরিকদের একাংশ। মজার মজার মন্তব্যও করেছেন অনেকে। এক জন লিখেছেন, ‘‘কলকাতা কি তবে লন্ডন হয়ে গেল।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘জনসমক্ষে এ ভাবে চুমু খাওয়া ঠিক নয়। খুব অন্যায় হয়েছে।’’ অনেকে আবার বিষয়টির মধ্যে খারাপ কিছু খুঁজে পাননি।