ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।
পশুদেরও মন আছে। ভালবাসায় সাড়া দেয় তারাও। আর এ যে শুধু কথার কথা নয়, তার প্রমাণ বার বার দেয় সেই পশুরাই। অনেক পশুপ্রেমীর মতে, মানুষ যত না বোঝে, অবলা জীব তার চেয়ে বেশিই বোঝে। কিন্তু বনের হিংস্র পশুদের মনের মধ্যেও কী এই অনুভূতির উদ্রেক হয়? এই প্রশ্নের উত্তর রয়েছে সম্প্রতি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া এক নির্মল সুন্দর ভিডিয়োর মধ্যে।
খোলা মাঠের মাঝে তাড়ের বেড়া দিয়ে ঘেরা জায়গায় দাঁড়িয়ে লেজ নাড়াচ্ছে একটি সিংহী। বেড়ার বাইরে দরজা ধরে দাঁড়িয়ে রয়েছেন এক জন তরুণ। দরজা খুলতেই তরুণের গায়ে ঝাঁপিয়ে পড়ল সে। আদরে ভরিয়ে দিল তাঁকে। ভিডিয়োটি ছড়িয়ে পড়তেই ভালবাসায় ভরিয়ে দিয়েছেন নেটাগরিকেরা। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ভিডিয়োটি দেখে ঘটনাটি কোথায় ঘটেছে সেটাও স্পষ্ট নয়।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, ঘন জঙ্গলের মাঝে একটি মাঠে তারের বেড়া দিয়ে ঘিরে একটি বড় খাঁচা মতো বানানো হয়েছে। তার ভিতরে হেঁটে বেড়াচ্ছে একটি সিংহী। বেড়ার অপর প্রান্তে দরজা ধরে দাঁড়িয়ে রয়েছেন এক জন তরুণ। তরুণকে দেখে দরজার কাছে এসে আনন্দে লেজ নাড়াচ্ছে সে। দরজা খুলতেই দেখা গেল অদ্ভুত কাণ্ড। দৌড়ে এসে সিংহীটি ঝাঁপিয়ে পড়ল তরুণের গায়ে। মাটিতে লুটিয়ে আদরে ভরিয়ে দিল তাঁকে। তরুণও সিংহীর গায়ে হাত বুলিয়ে দিলেন। আদর খেতে খেতে ভালবাসার কামড়ও বসিয়ে দিল তরুণের হাতে। তরুণ সিংহীর পালক পিতা। অতীতে সিংহীটিকে উদ্ধার করেছিলেন তিনি। যত্নের সঙ্গে ছোট থেকে বড়ও করেছেন। পরবর্তী কালে তাঁদের মাঝে দূরত্ব তৈরি হলেও উভয়েই একে অপরকে মনে রেখেছে।
‘নেচার ইজ় আমেজ়িং’ নামের এক্স হ্যান্ডল থেকে সমাজমাধ্যমের পাতায় ভাগ করে নেওয়া হয়েছে এই ভিডিয়োটি। ইতিমধ্যে প্রায় ২৯ হাজার নেটাগরিক ভিডিয়োটিতে ভালবাসা এঁকে দিয়েছেন। অসম জুটির এই নিখাদ বন্ধুত্বের ভিডিয়ো সমাজমাধ্যম ব্যবহারকারীদের মন ছুঁয়েছে।