Viral Video

লন্ডনের রাস্তায় ঝালমুড়ি বিক্রি ব্রিটিশ প্রৌঢ়ের! দাম শুনলে ঝাল লাগতে বাধ্য, প্রকাশ্যে ভিডিয়ো

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একদম ভারতীয় ঝালমুড়ি বা ভেলপুরিওয়ালাদের মতো দক্ষ হাতে শশা, পেঁয়াজ, লঙ্কা কেটে তেল, নুন, মশলা, চানাচুর, ঝুরিভাজা, আচার দিয়ে ঝালমুড়ি বানাচ্ছেন ওই ব্রিটিশ নাগরিক।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২৪ ১২:১৩
Share:
Video of British man selling jhalmuri in London, video goes viral

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

ঝালমুড়ি বিক্রি হচ্ছে ব্রিটেনে! তা-ও আবার বিক্রেতা একজন ব্রিটিশ নাগরিক। এমনই এক অদ্ভুত দৃশ্য দেখা গেল লন্ডনের রাস্তায়। যা দেখে অনেক ভারতীয়ই নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না। ব্রিটিশ ওই ঝালমুড়িওয়ালার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। হইচইও পড়েছে ভাইরাল ভিডিয়োটি নিয়ে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একদম ভারতীয় ঝালমুড়ি বা ভেলপুরিওয়ালাদের মতো দক্ষ হাতে শশা, পেঁয়াজ, লঙ্কা কেটে তেল, নুন, মশলা, চানাচুর, ঝুরিভাজা, আচার দিয়ে ঝালমুড়ি বানাচ্ছেন ওই ব্রিটিশ নাগরিক। আর শুধু স্বাদে নয়, পরিবেশনেও একদম ভারতীয় ছোঁয়া। কাগজ পাকিয়ে ঠোঙা বানিয়ে ক্রেতাদের হাতে তুলে দিচ্ছেন ঝালমুড়ি। তবে কলকাতার রাস্তায় যেমন ১০-২০ টাকায় ঝালমুড়ি পাওয়া যায়, লন্ডনের ক্ষেত্রে তেমনটা নয়। বিদেশের মাটিতে দেশের স্বাদ পেতে একটু বেশি খরচ করতে হবে। গুনতে হবে প্রায় ৪০০ টাকা। তবে তা সত্ত্বেও দেদার বিকোচ্ছে লন্ডনের ঝালমুড়ি।

ইনস্টাগ্রামে সেই ভিডিয়ো পোস্ট করেছেন ভারতীয় এক ভ্লগার। বহু বার সেই ভিডিয়োটি দেখা হয়েছে। অনেকে ভিডিয়োটি দেখে মজার মন্তব্য করলেও নেটাগরিকদের একাংশ প্রশংসা করেছেন ভিডিয়োটি দেখে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement