viral video

রাতের আকাশ চিরে নেমে এল অপার্থিব নীলচে আলো! ভিন্গ্রহী, না অন্য রহস্য? হইচই নেটপাড়ায়

এক তরুণী ক্যামেরায় কিছু রেকর্ড করার জন্য ভিডিয়ো করছিলেন। হঠাৎ করেই রাতের আকাশে দেখা দিল এক অপূর্ব নীলাভ আলোর বিচ্ছুরণ। বিদ্যুৎ চমকানোর মতো আলো ঠিকরে এল আকাশ থেকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৫ ১০:০৬
Share:
woman witnessed a shooting star

ছবি: সংগৃহীত।

অনেক সময় হঠাৎ করে ছবি তুলতে গিয়ে এমন দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে যে, দেখার পর নিজের চোখকেই বিশ্বাস করা কঠিন হয়ে পড়ে। প্রকৃতিতে এমন কিছু অদ্ভুত এবং রহস্যময় দৃশ্য ধরা পড়ে যা আমাদের হতবাক করে দেয় এবং ভাবতে বাধ্য করে যে এটি কি আদতেই ঘটেছে বা ঘটা সম্ভব? সম্প্রতি গত বছরের এক পুরনো ভিডিয়ো আবার ভাইরাল হয়েছে, যা দেখে বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছে নেটপাড়া। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, এক তরুণী ক্যামেরায় কিছু রেকর্ড করার জন্য ভিডিয়ো করছিলেন। হঠাৎই রাতের আকাশে দেখা দিল এক অপূর্ব নীলাভ আলোর বিচ্ছুরণ। বিদ্যুৎ চমকানোর মতো আলো ঠিকরে এল আকাশ থেকে। তার পরই উদয় হল আগুনের গোলার মতো একটি বস্তুর। তার সঙ্গেই আকাশের বুক চিরে লম্বা সরু আলোর রেখা ছুটে যেতে দেখা গিয়েছে ওই ভিডিয়োয়। এই ভিডিয়োটি ২০২৪ সালে তোলা হয়েছিল বলে জানা গিয়েছে। এই তরুণী তাঁর বন্ধুদের সঙ্গে রাত কাটাতে পর্তুগালে এসেছিলেন এবং নিজস্বী তোলার চেষ্টা করছিলেন। হঠাৎ রাতের অন্ধকার আকাশে নীল আলোর একটি রেখা দেখা যায়। সেটি দেখে ওই তরুণীও বিস্ময়ে অভিভূত হয়ে পড়েন।

এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা এই ভিডিয়োটি ৫০ লক্ষ বার দেখা হয়েছে। এই ভিডিয়োটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই বিভিন্ন প্রতিক্রিয়া জমা পড়েছে পোস্টে এক জন ব্যবহারকারী লিখেছেন, ‘‘মনে হচ্ছে ভিন্‌গ্রহীরা পৃথিবীতে আসতে চলেছে।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘এই ভিডিয়োটি তৈরির সময় নিখুঁত।’’ তৃতীয় নেটমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, ‘‘এই দৃশ্যটি ‘থর’ সিনেমার শুরুর দৃশ্যের মতো দেখাচ্ছে।’’ সমস্ত জল্পনার অবসান ঘটে ইউরোপীয় মহাকাশ সংস্থা আসল সত্য প্রকাশ করার পর। এই নীল আলোর কারণ একটি ধূমকেতুর টুকরো। পৃথিবীর বায়ুমণ্ডলে সেটি খুব দ্রুত প্রবেশ করেছিল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement