—প্রতীকী ছবি।
চারদিক সাদা বরফে ঢাকা। প্রবল বেগে হচ্ছে তুষারপাত। এরই মাঝে মাথা নিচু করে দাঁড়িয়ে খাবার খুঁজে চলেছে একটি বাইসন। সম্প্রতি এই ভিডিয়োই সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
‘বীর’ বাইসনের খাবার খোঁজার ভিডিয়োটি ক্যামেরাবন্দি করা হয়েছে আমেরিকার ইয়েলোস্টোন পার্কে। আমেরিকার লেখক মাইকেল হজস তাঁর ফেসবুক অ্যাকাউন্টে ভিডিয়োটি পোস্ট করেছেন। লেখক সেই পোস্টের ক্যাপশনে জানিয়েছেন যে, তিনি নিজেই ঘটনাটি ক্যামেরাবন্দি করেছেন। তিনি আরও জানান যে, ঘটনাটি ক্যামেরাবন্দি করার সময় অতিরিক্ত ঠান্ডার কারণে তাঁর হাত এবং মুখ অসাড় হয়ে গিয়েছিল। তাঁর ক্যামেরার লেন্সেও বরফ জমে গিয়েছিল বলে জানিয়েছেন তিনি। কিন্তু খাবারের জন্য বাইসনের এই লড়াই তাঁকে অনুপ্রাণিত করেছে। এমনটাই জানিয়েছেন সেই নেটাগরিক।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, প্রবল তুষারপাত হচ্ছে। চারপাশ সাদা বরফের চাদরে মোড়া। সেই বরফের মাঝেই মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে একটি বাইসন। বরফের মধ্যেই মুখ দিয়ে খাবার খুঁজে চলেছে। প্রবল তুষারপাত তাকে খাবার খোঁজা থেকে আটকাতে পারেনি। এই ভিডিয়োই ভাইরাল হয়েছে।
ভিডিয়োটিতে ইতিমধ্যেই প্রায় ৬১ হাজার নেটাগরিক ভালবাসা এঁকে দিয়েছেন। ৩০ লক্ষেরও বেশি বার ভিডিয়োটি দেখা হয়েছে। নেটাগরিকেরাও বাইসনের ‘বীরত্ব’ দেখে অনুপ্রাণিত হয়েছেন। বহু নেটাগরিক নানা মন্তব্যও করেছেন।