ছবি: সংগৃহীত।
ক্লাসরুমে উপস্থিত অধ্যাপিকা, চলছে এক ছাত্রের জন্মদিন উদ্যাপন। কেক কাটার পর কলেজের ক্লাসেই খোলা হল বিয়ারের বোতল। শিক্ষিকার সামনেই চলল বিয়ারের ফোয়ারা। সেই ঘটনার দৃশ্যই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। মধ্যপ্রদেশের হনুমানার একটি সরকারি কলেজের ঘটনা এটি। ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই প্রবল বিতর্ক শুরু হয়। তার জেরে ব্যবস্থা নিয়েছে রাজ্যের উচ্চশিক্ষা দফতর। যদিও সেই ভাইরাল ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
‘অনাহাতসাগর’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। সংবাদমাধ্যমে তথ্য অনুযায়ী, রেওয়ার হনুমানার সরকারি কলেজে এই ঘটনাটি ঘটেছে। তবে ঘটনার তারিখ জানা যায়নি। প্রতি দিনের মতো পড়ুয়ারা যথারীতি ক্লাসে হাজির হন। সে দিন সেখানে এক ছাত্রের জন্মদিনের অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। ভিডিয়োয় দেখা গিয়েছে, টেবিলে কেক সাজানো। চলছে কেক কাটার অনুষ্ঠান। কেক কাটার পরই এক ছাত্র বিয়ারের বোতল খুলে তা শ্যাম্পেনের মতো ঝাঁকিয়ে ফোয়ারা তৈরি করেন। অধ্যাপিকা ছাত্রদের কেক খাওয়ানোর পরই ছাত্ররা বিয়ারের বোতল খুলে বাতাসে ফেনা ওড়াতে থাকেন। অন্য শিক্ষার্থীরা হাততালি দিতে থাকেন ও চিৎকার করতে থাকেন। তবে কেউ এই উদ্যাপন বন্ধ করার চেষ্টা করেননি।
ভিডিয়োটি ভাইরাল হওয়ার পর কলেজের অন্য অধ্যাপকেরা উচ্চশিক্ষা বিভাগে এই ঘটনা সম্পর্কে অভিযোগ দায়ের করেন। অনুষ্ঠানে উপস্থিত অধ্যাপিকা এর আগেও বিতর্কে জড়িয়েছিলেন বলে সংবাদমাধ্যম সূত্রে খবর। উচ্চশিক্ষা বিভাগ এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে এবং তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে।