ছবি: সংগৃহীত।
বেপরোয়া ভাবে গাড়ি চালাতে গিয়ে ডাম্পারের সঙ্গে মুখোমুখি হয়েও আশ্চর্যজনক ভাবে বেঁচে গেলেন দুই যুবক। কপালজোরেই মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরলেন তাঁরা। ভয়াবহ সেই ঘটনার একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। রাস্তা দিয়ে প্রবল বেগে বাইক ছুটিয়ে নিয়ে যাচ্ছিলেন এক যুবক। তাঁর পিছনে বসেছিলেন আরও এক তরুণ। বাইক নিয়ে রীতিমতো কসরত করছিলেন বাইকচালক। একটি বাঁকের মুখে পৌঁছতেই সামনে এসে যায় একটি বড় ডাম্পার ট্রাক। ঘটনাটি কবে কোথায় ঘটেছে তা ভিডিয়োয় উল্লেখ করা হয়নি। (ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, এক জন বাইক আরোহী দ্বিমুখী রাস্তায় দ্রুত গতিতে ছুটে যাচ্ছেন এবং তার পিছনে এক জন আরোহী রয়েছেন। তিনি বেপরোয়া ভাবে বাইক চালাতে থাকেন। কোনও রকম সতর্কতা ছাড়াই বাইকটি ঘুরিয়ে দেন। একটি মোড়ের কাছে পৌঁছোনোর সঙ্গে সঙ্গে বিপরীত দিক থেকে একটি ডাম্পার ট্রাক তাঁদের দিকে এগিয়ে আসে। কয়েক সেকেন্ডের ব্যবধানে বাইকচালক দ্রুত তাঁর বাইকটি পাশে ঘুরিয়ে নেন। অল্পের জন্য একটি ভয়াবহ দুর্ঘটনা এড়ান। এর পর আরোহী বাইক নিয়ে থমকে যান। মৃত্যুর মুখ থেকে ফিরতে পেরেছেন, তা তাঁদের প্রতিক্রিয়া দেখে স্পষ্ট ভাবে বোঝা গিয়েছে ভিডিয়োয়।
‘ইন্ট্রোভার্ট হুঁ জি’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করার পর তা প্রায় ১ লক্ষ ৯০ হাজার বার দেখা হয়েছে। ভয়ানক স্টান্ট দেখে এক জন ব্যবহারকারী লিখেছেন, ‘‘এত বিপজ্জনক ভাবে কারা গাড়ি চালান?’’ আর এক জন লেখেন, ‘‘এক বারই ভাগ্য সহায় হয়, বার বার নয়।’’