—প্রতীকী ছবি।
একসঙ্গে দুই কন্যার বিয়ে ঠিক করেছিলেন বাবা। দুই বোনকে বিয়ে করতে এসেছিলেন দুই ভাই। কিন্তু সেই বিয়ে ভেস্তে গেল। ভেস্তে দিলেন দুই কনে। বিয়ের দিন যৌতুক হিসাবে গাড়ির দাবির কাছে নতিস্বীকার করেননি তাঁরা। বাবাকেও তাঁরা সাফ জানিয়ে দেন, ওই যুবকদের বিয়ে করবেন না তাঁরা। পত্রপাঠ যেন বিদায় দেওয়া হয় বরযাত্রীদের। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হাথরাসে। বিয়ের পর দুই কনে সংবাদমাধ্যমের মুখোমুখি হন। সেই ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ১৪ এপ্রিল হাথরাসের সামাদপুর গ্রামে ঘটনাটি ঘটে। সামাদপুর গ্রামের বাসিন্দা দুই বোন শিবানী এবং ভারতীর বিয়ে ঠিক হয়েছিল কাছের তাজপুর গ্রামের বাসিন্দা মোহিত এবং নারায়ণ নামে দুই ভাইয়ের সঙ্গে। শিবানী এবং ভারতীর পরিবারের দাবি, বিয়ে চলাকালীন অতিরিক্ত যৌতুকের দাবি করে পাত্রপক্ষ। পাত্রের পরিবার জানায়, যৌতুক হিসাবে একটি গাড়িও দিতে হবে তাদের। পাত্রপক্ষের দাবি শুনে বেঁকে বসেন দুই পাত্রী। বিয়েতে রাজি হননি তাঁরা। এই নিয়ে দুই পরিবারের মারামারিও বাধে। এর পরেই থানার দ্বারস্থ হয় উভয়পক্ষই। ভেঙে যায় বিয়ে।
সমাজমাধ্যমে যে ভিডিয়োটি প্রকাশ্যে এসেছে সেখানে দুই কন্যার এক জনকে দাবি করতে দেখা গিয়েছে যে, বরপক্ষকে যৌতুক হিসাবে ৬ লক্ষ টাকা নগদ এবং অন্যান্য জিনিসপত্র দেওয়া হয়েছিল। কিন্তু বিয়ে করতে এসে অতিরিক্ত যৌতুকের দাবি জানায় পাত্রদের পরিবার। নতুন গাড়ির জন্য চাপ দেওয়া হয়। এই নিয়ে উভয় পক্ষের মধ্যে ঝগড়া শুরু হওয়ার পর বিষয়টি আরও তীব্র হয়ে ওঠে। এক কনের অভিযোগ, যৌতুক দিতে অস্বীকার করায় পাত্রপক্ষ তাঁদের এবং তাঁদের পরিবারের সদস্যদের মারধর করে। এর পরেই বিয়ে বাতিলের সিদ্ধান্ত নেন তাঁরা। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলেও এক কনে জানিয়েছেন। পুলিশও জানিয়েছে যে, অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করা হয়েছে এবং তদন্ত শেষ হওয়ার পর অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
দুই কনের ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে সংবাদমাধ্যম ‘নিউজ় ২৪’-এর এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ সেই ভিডিয়ো দেখেছেন। ভিডিয়োটি দেখে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকদের একাংশ। পাত্রপক্ষের বিরুদ্ধে শাস্তির দাবিতে সরব হওয়ার পাশাপাশি দুই কন্যার প্রশংসায় পঞ্চমুখও হয়েছেন অনেকে। তাঁদের সাহসী সিদ্ধান্তকে কুর্নিশ জানিয়েছেন নেটাগরিকেরা।