Viral Video

পর্বতচূড়ায় শুয়ে প্রকৃতির রূপ দেখছিলেন তরুণ, হঠাৎ ফাটল আগ্নেয়গিরি! ভাইরাল ভয়ঙ্কর ভিডিয়ো

দুকোনো পর্বতের আগ্নেয়গিরির মুখটি ফেটে যাওয়ার আগের মুহূর্তে ধীরে ধীরে ফুলে উঠছে। পর্বতের গায়ে চিড় ধরে উঁকি মারছে গেরুয়া রঙের ফুটন্ত লাভা। হঠাৎই সেটি ফেটে বেরিয়ে এল গাঢ় কালো ধোঁয়া আর ছাই।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৪১
Share:
Tourists capture the eruption of Indonesia’s Mount Dukono, video goes viral

ছবি: এক্স থেকে নেওয়া।

ঘুমন্ত আগ্নেয়গিরি হঠাৎই জেগে উঠল। চারপাশ ঢেকে গেল ঘন কালো ধোঁয়ায়। সেই জ্বলন্ত আগ্নেয়গিরির সামনের পর্বতচূড়ায় শুয়েছিলেন এক তরুণ পর্যটক। মজা নিচ্ছিলেন সেই ভয়ঙ্কর সুন্দর দৃশ্যের। সেই ভিডিয়োই ভাইরাল হয়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

ঘটনাটি ঘটেছে ইন্দোনেশিয়ার দুকোনো পর্বতে। ইন্দোনেশিয়ায় অবস্থিত সক্রিয় আগ্নেয়গিরিগুলির মধ্যে দুকোনো অন্যতম। চলতি বছরের জানুয়ারি মাসে সেটি থেকে অগ্ন্যুৎপাত হয়। দুকোনোতে ঘুরতে যাওয়া পর্যটকদের ক্যামেরায় সেই ঘটনা বন্দি হয়েছে। সেই ভিডিয়োই ভাইরাল হয়েছে।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, দুকোনো পর্বতের আগ্নেয়গিরির মুখটি ফেটে যাওয়ার আগের মুহূর্তে ধীরে ধীরে ফুলে উঠছে। পর্বতের গায়ের ফাটলে উঁকি মারছে গেরুয়া বর্ণের ফুটন্ত লাভা। হঠাৎই সেটি ফেটে বেরিয়ে এল গাঢ় কালো ধোঁয়া আর ছাই। চারপাশ ঢেকে গেল সেই ধোঁয়ায়। সেই জ্বলন্ত আগ্নেয়গিরির সামনে অপর একটি পর্বতচূড়া থেকে ঘটনাটি ক্যামেরাবন্দি করেছেন পর্যটকেরা। পর্বতচূড়াটি ঢেকে রয়েছে কালো ছাইয়ে। তার উপর শুয়েই জীবন্ত আগ্নেয়গিরির ভয়ঙ্কর সুন্দর দৃশ্য উপভোগ করছেন তরুণ। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

Advertisement

‘চার্লস কার্টার’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। পোস্ট করার সঙ্গে সঙ্গে ভিডিয়োটি ঝড়ের গতিতে ভাইরালও হয়েছে। ভিডিয়োটিতে লাইক ও কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ইতিমধ্যে প্রায় ২৯ হাজার নেটাগরিক ভিডিয়োটিতে ভালবাসা এঁকে দিয়েছেন। ভিডিয়োটি কতটা সুন্দর এবং দক্ষতার সঙ্গে তোলা হয়েছে, তার প্রশংসা করেছেন নেটগরিকদের একাংশ। অনেকে আবার জ্বলন্ত আগ্নেয়গিরির কাছে শুয়ে ছবি তোলার ব্যাপারটিকে নির্বুদ্ধিতা বলেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement