ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
জঙ্গলের ভিতর ঝড়ের গতিতে ছুটে পালাচ্ছে এক শিয়াল। কারণ তাকে ধাওয়া করেছে তিন তিনটি চিতা। চিতার গতিবেগের সঙ্গে পেরে উঠছে না শিয়ালটি। তবুও প্রাণপণে ছুটছে সে। পিছন থেকে ছুটে এসে তার ঘাড়ের উপর পড়ল একটি চিতা। নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে পাল্টি খেয়ে গেল শিয়ালটিও। তার পর তিনটি চিতাই ঘিরে ধরল তাকে।
কিন্তু এর পরেই যেন দয়াপরবশ হয়ে উঠল চিতাগুলি। ছেড়ে দিল শিয়ালটিকে। প্রাণ হাতে নিয়ে অন্য দিকে ছুট দিল শিয়ালটি। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
‘নেচার ইজ় অ্যামেজ়িং’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি শিয়ালের পিছনে ছুটছে একটি চিতা। প্রাণরক্ষা করতে দ্রুত বেগে ছুটছে শিয়ালটি। দৌড়নোর মাঝে লাফও দিচ্ছে সে। কিন্তু হাজার চেষ্টা করেও চিতার নাগালের বাইরে যেতে পারল না সে।
পিছন থেকে চিতার হামলায় উল্টে পড়ে যায় সে। সঙ্গে সঙ্গে সেখানে আরও দু’টি চিতা চলে আসে। আবার বাঁচার চেষ্টা করতে জঙ্গলের অন্য দিকে ছুট লাগায় সে। শিয়ালের পিছনে একটি চিতা ধাওয়া করা শুরু করলেও মাঝপথে থেমে যায়। শিকারির দয়ায় লেজ গুটিয়ে পালায় শিয়ালটি।
ভিডিয়োটি দেখে এক জন মন্তব্য করেছেন, ‘‘চিতাগুলো মনে হয় শিয়ালটিকে শিকারই করতে চায়নি। তার সঙ্গে খেলা করছিল। তাই পরে আর ওর পিছনে ধাওয়া করেনি।’’ আবার এক নেটাগরিক বলেছেন, ‘‘গভীর জঙ্গলে যে কত মুহূর্ত লুকিয়ে রয়েছে তা ভেবেই অবাক হয়ে যাই।’’