ছবি: টুইটার।
একের পর এক বৃত্ত। গোলাপি প্রেক্ষাপটের উপর কালো রং দিয়ে আঁকা হয়েছে। বড় বৃত্তের ভিতর অপেক্ষাকৃত ছোট বৃত্ত। তার ভিতরে আরও কয়েকটি বৃত্ত। ক্রমেই ছোট হয়েছে বৃত্তের আকার। শেষে এসে থেমেছে একটি কালো রঙের বিন্দুতে। আর এই ছবিতেই লুকিয়ে আছে ধাঁধা। আগ্রহীদের বলতে হবে আসলে ছবিতে ঠিক কতগুলো বৃত্ত আছে? যার সঠিক জবাব কি, তা খুঁজে পাচ্ছেন না কেউই।
ছবিতে সার দেওয়া বৃত্তের মধ্যে তৈরি হয়েছে গোলাপি এবং কালো রঙের এক অদ্ভুত বৈপরীত্য। এক ঝলক দেখলে চোখে ধাঁধাও লাগে তা থেকে। ফলে গোনা আরও মুশকিল হয়। কিন্তু সেই প্রতিবন্ধকতা পেরিয়েই ধাঁধার সমাধান করতে হবে।
ধাঁধার উত্তর সবাই দিয়েছেন, ছবির নীচে। কেউ লিখেছেন গোলাপির উপর পাঁচটি কালো বৃত্ত। কেউ আবার লিখেছেন গোলাপি আর কালো মিলিয়ে ৯টি বৃত্ত। কেউ আবার মাঝখানের বিন্দুটিকে বৃত্ত বলতেই রাজি নন। আপনার কী মনে হচ্ছে। দেখুন তো।