ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।
সাধারণত গরুর মতো নিরীহ প্রাণীকে সহজেই ঘায়েল করে চিতাবাঘের মতো হিংস্র জন্তু। স্বাভাবিক ভাবে দুই প্রাণীর ‘সম্পর্ক’ও ভাল নয়। কিন্তু এ ক্ষেত্রে যে ঘটনা ঘটল তা বিরলতম। একাধিক গরুকে থাবার মধ্যে পেয়েও তাদের আক্রমণ করতে গেল না একটি চিতাবাঘকে। সম্প্রতি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে তেমনই একটি ভিডিয়ো। যা দেখে তাজ্জব হয়ে গিয়েছেন নেটাগরিকেরা। ভিডিয়োটি ‘অভিমহালে৯’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে প্রকাশিত হয়েছে। গোয়ালঘরের মধ্যে আশ্রয় নিতে দেখা গিয়েছে মাঝারি আকারের একটি চিতাবাঘকে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
ভিডিয়োয় দেখে মনে হয়েছে চিতাবাঘটি আহত অবস্থায় গোয়ালে আশ্রয় নিয়েছে। গরু বাঁধার খুঁটির কাছে নির্জীব অবস্থায় শুয়ে থাকতে দেখা গিয়েছে বন্যপ্রাণীটিকে। সেখানে বাঁধা ছিল কয়েকটি গরুও। তার মধ্যে একটি গরু এসে চিতাবাঘটির গায়ে জিভ দিয়ে চাটতে থাকে। যা দেখে চমকে উঠেছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। গরুটিকে নিজের দিকে এগিয়ে আসতে দেখেও টুঁ শব্দ করেনি চিতাবাঘটি। চিতাবাঘের এই স্বভাববিরুদ্ধ আচরণ দেখে হতবাক সমাজমাধ্যম ব্যবহারকারীরা। ভিডিয়োটি কয়েক লক্ষ বার দেখা হয়েছে। তিন লক্ষেরও বেশি প্রতিক্রিয়া দিয়েছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। পরে চিতাবাঘটিকে উদ্ধার করে তার চিকিৎসা করে জঙ্গলে ছে়ড়ে দেওয়া হয় বলে খবর।