yosemite waterfall

আলোকের এই ঝর্না ধারা! জল নয় সত্যি সত্যি 'আগুন ঝরে' এই জলপ্রপাতে

আসলে ইয়সেমাইট একটি জলপ্রপাতই। শুধুই প্রাকৃতিক কয়েকটি ঘটনা কাকতালীয় ভাবে যখন একসঙ্গে ঘটে যায় তখনই তার রূপ যায় বদলে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২৪ ২৩:৫৮
Share:

ক্যালিফোর্নিয়ার ইয়সেমাইট জাতীয় উদ্যানের ঝর্ণা। ছবি টুইটার।

ঝর্না ঠিকই। তবে জলের নয় 'আগুনের'। পাহাড়ের বুক চিরে আগুন রঙা তরল বয়ে চলেছে নিরন্তর। সেই দৃশ্যের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সম্প্রতি। ক্যালিফোর্নিয়ার ইয়সেমাইট জাতীয় উদ্যানে এই ঝর্নার সত্যিই দেখা মেলে। তবে বছরের একটি নির্দিষ্ট সময়েই দেখা যায় এই আগুনে ঝর্না। শুধুই ফেব্রুয়ারি মাসের মাঝের কয়েকটি দিন। নির্দিষ্ট সময়ে কয়েক মিনিটের জন্য।

Advertisement

আসলে ইয়সেমাইট একটি জলপ্রপাতই। শুধুই প্রাকৃতিক কয়েকটি ঘটনা কাকতালীয় ভাবে যখন একসঙ্গে ঘটে যায় তখনই তার রূপ যায় বদলে।

ফেব্রুয়ারি মাসের মঝামাঝি সময়ে সূর্যাস্তের সময় আকাশ যদি পরিষ্কার থাকে এবং একটি নির্দিষ্ট কৌণিক পথে যদি অস্তমিত সূর্যের আলো ওই ঝর্নার উপর পড়ে তবে সেই আলো ঝর্নার জলে প্রতিফলিত হয়ে আগুনে রং তৈরি করে। বিরল এই দৃশ্য কিছু ভাগ্যবনেরাই দেখতে পান।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement