Online Food Delivery

অনলাইনে পানীয়ের অর্ডার দিয়ে হাতে এল মুখবন্ধ করা ফাঁকা গ্লাস!

এই পোস্টের নীচে অনেকেই অনেক রকম মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, “ওটা হল জিএসটি আর ডেলিভারি চার্জ কেটে নেওয়ার পরে বাকিটা।”

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২০ জুন ২০২৪ ২৩:৫০
Share:

—প্রতীকী ছবি।

ঠা ঠা গরমে তৃষ্ণা মেটাতে লাইম সোডা অর্ডার করেছিলেন অনলাইনে। বদলে হাতে এসে পৌঁছল ফাঁকা পানীয়ের গ্লাস! যদিও সেই গ্লাসের মুখ পুরোদস্তুর সিল করে আটকানো পানীয় চুঁইয়ে পড়ার অবকাশ নেই।

Advertisement

এমন অদ্ভুত অভিজ্ঞতার কথাই জানিয়েছেন এক ব্যক্তি। সমাজ মাধ্যমে তিনি অনলাইন খাবার সরবরাহ সংস্থার নাম করে লিখেছেন, “ধন্যবাদ আমাকে এত সুন্দর ভাবে মুখ বন্ধ ফাঁকা গ্লাস পাঠানোর জন্য। আশা করি লাইম সোডাটা এর পরের অর্ডারের সঙ্গে এসে পৌঁছবে।”

এই পোস্টের নীচে অনেকেই অনেক রকম মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, “ওটা হল জিএসটি আর ডেলিভারি চার্জ কেটে নেওয়ার পরে বাকিটা।” কেউ বা লিখেছেন, “আসলে খুব গরম তো! তাই সবটা উবে গিয়েছে।”

Advertisement

তবে বিষয়টি নজর এড়ায়নি সরবরাহকারী সংস্থার। তারা ওই পোস্টের নীচে মন্তব্য করেছে, “ঘটনাটি খুবই অদ্ভুত। আপনি কি আপনার অর্ডার আইডি নম্বরটা আমাদের জানাতে পারবেন। আমরা ব্যাপারটি খতিয়ে দেখব।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement