ছবি: সংগৃহীত।
পাত্রের ঢাকনা আলগা থাকায় গায়ে ফুটন্ত গরম কফি পড়ে মারাত্মক ভাবে পুড়ে গিয়েছিলেন সরবরাহকারী কর্মী। ক্ষতিপূরণ আদায়ের জন্য স্টারবাক্সের বিরুদ্ধে মামলা লড়েছিলেন মাইকেল গার্সিয়া নামের ওই কর্মী। সম্প্রতি ক্যালিফোর্নিয়ার একটি আদালতের বিচারক স্টারবাক্সকে নির্দেশ দিয়েছে মাইকেলকে পাঁচ কোটি ডলার বা ৪৩৪ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার। সংবাদমাধ্যম সূত্রে খবর, গায়ে গরম কফি পড়ে যাওয়ার ঘটনাটি ঘটেছিল ২০২০ সালে।
লস অ্যাঞ্জেলেসে স্টারবাক্সের একটি দোকান থেকে গাড়ি নিয়ে তিনটি বড় কফির অর্ডার দিয়েছিলেন মাইকেল। দোকানে থাকা একটি সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, কাউন্টার থেকে ট্রে-তে করে কফি নিচ্ছেন তিনি। হঠাৎ করেই সেগুলির ঢাকনা খুলে তাঁর কোলে পড়ে যায়। ভয়ঙ্কর ভাবে পুড়ে যায় মাইকেলের যৌনাঙ্গ, ঊরু ও পা। স্থায়ী ভাবে বিকৃত হয়ে যায় তাঁর যৌনাঙ্গ। পাঁচ বছর ধরে বিভিন্ন হাসপাতালের দীর্ঘমেয়াদি চিকিৎসার মধ্যে দিয়ে যেতে হয়েছে তাঁকে। মাইকেলের আইনজীবীরা আদালতে উল্লেখ করেন যে, দুর্ঘটনাটি তাঁর মক্কেলের মানসিক এবং শারীরিক ক্ষতি করেছে। মাইকেলকে পাঁচ বছর ধরে এই ঘটনার যন্ত্রণাদায়ক পরিণতি সহ্য করতে হয়েছে।
ইনস্টাগ্রামে একটি বিবৃতি জারি করে গার্সিয়ার আইনজীবীরা বলেছেন, ‘‘স্টারবাক্স কর্পোরেশন পাঁচ বছর ধরে ধারাবাহিক ভাবে দায় অস্বীকার করেছে। বিচারের আগে পর্যন্ত এবং শেষ পর্যন্ত এবং দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে।’’ গার্সিয়ার আইনজীবীরা যুক্তি দিয়েছিলেন, স্টারবাক্সের কাছে বিচারের আগে নিষ্পত্তির একাধিক সুযোগ ছিল। সংস্থাটি ৩ কোটি ডলার (প্রায় ২৬১ কোটি টাকা) পর্যন্ত প্রস্তাব করেছিল বলে জানা গিয়েছে। কিন্তু গার্সিয়া ক্ষমা চাওয়া এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য জোর দিয়েছিলেন, যা স্টারবাক্স প্রত্যাখ্যান করেছিল বলে অভিযোগ। আদালতের রায় মেনে নিতে রাজি হয়নি স্টারবাক্স। এই রায় জনসাধারণের পাশাপাশি আইনি মহলকেও বিস্মিত করেছে বলে সংবাদমাধ্যমে বলা হয়েছে। ক্ষতিপূরণের বিস্ময়কর পরিমাণের জন্য রায় নিয়ে বিতর্ক শুরু হয়েছে।