হুবহু এক দেখতে লাগলেও আলাদা দুটি ছবি। ছোট ছোট বৈশিষ্ট্যকে বদলে দেওয়া হয়েছে নিখুঁত ভাবে। যাতে সহজে চোখে না পড়ে। এই খেলা সেই সব বদলগুলিকেই খুঁজে বার করার।
এও এক ধরনের ধাঁধা। তবে এর সমাধানের জন্য বাঁধা ধরা সময় আছে। তার মধ্যেই খুঁজে বের করতে হবে সমাধান। এই ধাঁধায় আপনাকে ১৫ সেকেন্ডের মধ্যে খুঁজে বার করতে হবে তিনটি পার্থক্য।
ছোট বেলায় কিশোর পত্রিকার পাতায় অনেকেই এমন খেলা খেলেছেন। বিশেষজ্ঞরা বলেন এই ধরনের ধাঁধার সমাধানের নিয়মিত অভ্যাস আমাদের মনসংযোগ বৃদ্ধি করতে সাহায্য করে।
এই ধান্ধায় পাশাপাশি দুটো এক রকম দেখতে ছবির মূল বিষয়বস্তু একটি অল্প বয়সি বালিকা। সে লাফিয়ে ডিঙ্গোচ্ছে পাহাড়। তবে তার দুটি ছবির মধ্যে ছোট ছোট তিনটি পার্থক্য রয়েছে। যা আপনাকে খুঁজতে হবে।
দেখুন দেখি খুঁজে পান কি না?
না পেলে নীচে দেওয়া রইল সমাধান।