ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না।
মস্তিষ্ককে মাঝে মধ্যে ঝাঁকুনি দেওয়ার দরকার হয়। তা না হলে রোজ একই ধরনের কাজ করতে করতে এক ঘেঁয়ে হয়ে যায় সব। অলস হয়ে বসে থাকে মস্তিষ্ক। সেই ঝাঁকুনি দেওয়ার কাজ করে ধাঁধা। যেমন এই ধাঁধাটি।
এটি একটি অঙ্কের ধাঁধা। কিন্তু এ ধাঁধার সমাধানের শর্ত একটাই। অঙ্কের যন্ত্রের সাহায্য নেওয়া যাবে না। অর্থাৎ ক্যালকুলেটর ব্যবহার করা নিষিদ্ধ এই ধাঁধায়।
দেখে মনে হতে পারে এত সহজ সরল অঙ্কের জন্যও ক্যালকুলেটর লাগবে। কিন্তু আগে থেকেই বলে রাখি একটি সতর্কবার্তা। দেখতে সহজ হলেও এই ধাঁধা কিন্তু মোটেই সরল নয়।
আবার নিয়ম জানলে এই ধাঁধাই চোখের পলকে সমাধান করে ফেলতে পারবেন যে কেউ। ধাঁধাটি সমাজ মাধ্যমে পোস্ট করেছেন ডক্টর সাবা ওসমান নামে এক জন। তবে ধাঁধাটিকে আরও চ্যালেঞ্জিং করে তুলতে দশ সেকেন্ড সময় ঠিক করে নিলে কেমন হয়?
দশ সেকেন্ডে এই ধাঁধার সমাধান কি করতে পারবেন আপনি? বলুন তো সঠিক উত্তরটি কী?
১
২
৩
৪
৫
৬
৭
৮
৯
১০
দশ সেকেন্ড কেটে গিয়েছে।
এ বার উত্তরের পালা। উত্তর হল ৩৮। কী ভাবে ৩৮? অঙ্কের নিয়ম অনুযায়ী হিসাব হবে এই ভাবে— ২x১+৬x৬
২+৩৬=৩৮