—ফাইল চিত্র।
অঙ্কের খেলা! তবে এ খেলার উত্তর দিতে অঙ্ক বিশারদ হতে হবে না। অঙ্কের বুনিয়াদি জ্ঞানই যথেষ্ট। বাকিটা যুক্তি বুদ্ধির খেলা।
কাটাকুটির মতো ঘর কাটা দেখে অন্য খেলা ভেবে ভুল করবেন না যেন!
এক্স হ্যান্ডলে এই অঙ্কের পোস্ট ভাইরাল হয়েছে। তিনটি আড়াআড়ি আর তিনটি লম্বাটে কলামে লেখা রয়েছে আটটি নম্বর। আপনাকে খুঁজে বার করতে হবে ৯ নম্বর সংখ্যাটি।
কী ভাবে বার করবেন? কোন অঙ্কে তা আপনাকেই মাথা খাটিয়ে দেখতে হবে।
পেলেন কী উত্তর? পোস্টের কমেন্টে প্রচুর উত্তর জমা হয়েছে। যাদের বেশির ভাগেরই জবাব হল ৩। কিন্তু এই জবাবে পৌঁছনোর প্রক্রিয়া ভিন্ন।
এক দলের মতে, এর সমাধান হল—
২x৩=৬, ৬x৩=১৮। ৪x৫=২০, ২০x৫=১০০। ৩x৭=২১, ২১x৭=১৪৭। ফলে উত্তর হল ৩।
অন্য দলের মতে সমাধানের প্রক্রিয়াটি নিম্নরূপ—
৬x৬=৩৬, ৩৬/১৮=২। ২০x২০=৪০০, ৪০০/১০০=৪। ২১x২১=৪৪১, ৪৪১/১৪৭=৩।