ছবি: সংগৃহীত।
জলের মতো সোজা অঙ্ক। কিন্তু এই অঙ্কের সমাধান আপনি কত দ্রুত করতে পারছেন, সেটাই এখানে চ্যালেঞ্জের।
ছবি: সংগৃহীত।
উপরের ছবিতে দেখা যাচ্ছে, তিনটি প্রাণী। পান্ডা, গন্ডার এবং পেঁচা। প্রত্যেকেরই নিজস্ব মান আছে। যেমন দু’টি পান্ডার মান হল ২০। একটি গন্ডার এবং একটি পান্ডার মান ১৮। আবার গন্ডারের মানের সঙ্গে পেঁচার মান গুণ করলে হবে ২৪।
আপনার কাজ হল এই তিনটি প্রাণীর মান আলাদা আলাদা করে বার করে নিজের সমীকরণটির সমাধান করা।
সমীক্ষা বলছে, যে কোনও ক্ষুরধার বুদ্ধির মানুষ ৫ সেকেন্ডেই এই সমস্যার সমাধান করতে পারবেন। আপনি কি পারলেন?
নীচে উত্তর দেওয়া রইল। মিলিয়ে নিন।