Brain Teaser

এই অঙ্কের সমাধান খুঁজে বার করতে হবে আপনাকেই , উত্তর বলা হবে না

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৩ ২১:৫৭
Share:

—প্রতীকী চিত্র।

অঙ্ক কষতে কেমন লাগে? কিংবা ধাঁধার সমাধান করতে? দু’টোর একটিরও উত্তর যদি হ্যাঁ হয়, তবে এই ধাঁধার সমাধান করার একটা চেষ্টা করতে পারেন।

Advertisement

মস্তিষ্ক সম্পর্কে বিশেষজ্ঞরা বলেন, নিজের ভাবনা চিন্তাকে যত চ্যালেঞ্জের মুখে ফেলবেন, ততই ধারালো হবে প্রতিকূল পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করার ক্ষমতা। এই অঙ্কের ধাঁধাটিও আপনার বুদ্ধিমত্তাকে ক্ষুরধার বানাতে সাহায্য করতে পারে।

অতি সাধারণ একটি প্রোবাবিলিটির অঙ্ক। এই ধরনের অঙ্ক যেকোনও প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্রে পাওয়া যায়।

Advertisement

এই অঙ্কটি বলছে ২+৩ এর যোগ ফল যদি ১০ হয়। এবং একই ভাবে ৮+৪= ৯৬, ৭+২= ৬৩ এবং ৬+৫= ৬৬ হয়, তবে ৯+৫= কত?

অঙ্কটি ভাইরাল হয়েছে। অনেকেই এর উত্তর হিসাবে জানিয়েছেন ১২৬। আবার কেউ লিখেছেন ৭০। কোনটি ঠিক বলুন তো?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement