ছবি: সংগৃহীত।
চুরি করতে এসে বস্তা বস্তা ‘বহুমূল্য সম্পদে’র হদিস পেল ডাকাতেরা। নগদ ২ লক্ষ টাকা ছাড়াও সেই বস্তা বস্তা সম্পদ কাঁধে তুলে চম্পট দিল ডাকাতদল। হরিয়ানার ফরিদাবাদে এমন একটি ডাকাতির ঘটনা প্রকাশ্যে এসেছে, যা শুনে তাজ্জব হয়ে গিয়েছে পুলিশও। একটি বাড়িতে ডাকাতি করতে এসে কপাল খুলে গিয়েছে ডাকাতদেরও। কারণ তারা সেই বাড়িতে খুঁজে পায় প্রায় ১৫০ কেজি চুল, যার বাজারদর ৭ লক্ষ টাকা। এ ছাড়াও বাড়িতে রাখা ছিল ২ লক্ষ টাকা। সব মিলিয়ে ৯ লক্ষ টাকার দাঁও মেরে পালিয়ে গিয়েছে ডাকাতদল।
সংবাদমাধ্যম সূত্রে খবর, যাঁর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে তাঁর পরচুলা তৈরির ব্যবসা রয়েছে। তাই কাঁচামাল হিসাব মহিলাদের চুল সংগ্রহ করে বাড়িতে রাখা ছিল। রঞ্জিত মণ্ডল নামের ওই ব্যবসায়ী পুলিশে অভিযোগ জানাতে আসেন। ঘটনাটি সম্ভবত ১৪ অথবা ১৫ জানুয়ারি গভীর রাতে ঘটেছে বলে জানা গিয়েছে। অভিযোগকারী পুলিশকে জানিয়েছেন, দুষ্কৃতীরা সিঁড়ি দিয়ে বাড়িতে প্রবেশ করে। জোর করে একটি ঘরের তালা খুলে দেয় এবং চুল, নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। পুরো ঘটনাটি আশপাশে থাকা সিসি ক্যামেরায় ধরা পড়েছে। সেই ফুটেজে দেখা গিয়েছে তিন থেকে চার জন এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে।
ফুটেজ দেখে পুলিশ শনাক্তকরণ প্রক্রিয়া শুরু করে। অভিযুক্তদের শীঘ্রই গ্রেফতার করা হবে বলে তারা আশ্বাস দিয়েছে। চুল চুরির এই অস্বাভাবিক ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার বিষয় হয়ে উঠেছে। রঞ্জিত পুলিশকে জানিয়েছেন, তাঁর ব্যবসার জন্য পুরনো চুল গুরুত্বপূর্ণ কাঁচামাল। পরচুলা ও কৃত্রিম লম্বা চুলের প্রচুর চাহিদা রয়েছে দেশে ও বিদেশে।