গাড়ি ঠেলে নিয়ে যাচ্ছেন দু’জনে। ছবি : টুইটার।
হাত বাড়ালেই বন্ধু পাওয়া যায় না। তবে যারা বন্ধু হয়, তারা নিজেরাই হাত বাড়িয়ে চলে আসে বিপদের সময়। কোমর ছাপানো জলে গাড়ি নিয়ে বিপদে পড়া এক ব্যক্তি বন্ধুর দেখা পেলেন।
ভাইরাল হওয়া একটি ভিডিয়োয় সেই দৃশ্য দেখা গিয়েছে। সেই ভিডিয়ো কোন দেশের কোন রাস্তায় তোলা, তা স্পষ্ট নয়। তবে দেখা যাচ্ছে, অর্ধেক জলে ডোবা একটি গাড়িকে ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। বৃষ্টি পড়ছে। সেই বৃষ্টিতে ভিজেই চলছে গাড়ি ঠেলা। পাশে জলে ভেসে ভেসে এগোচ্ছিল তাঁর কুকুর। কয়েক সেকেন্ড পর দেখা গেল কুকুরটি তার ভাসমান শরীরের সীমিত ক্ষমতা দিয়ে ঠেলতে শুরু করেছে গাড়িটি।
ভিডিয়োয় দেখা যাচ্ছে এ ভাবেই দু’জনে ধীরে সুস্থে এগিয়ে যাচ্ছেন। গভীর জল কাটিয়ে ক্রমে অগভীর জল দিয়ে ডাঙার দিকে এগোচ্ছে দু’জন। সেই দৃশ্য দেখে নেটাগরিকেরা বলেছেন, এমন বন্ধুত্ব ওদের কাছেই পাওয়া যায়। এরাই মানুষের প্রকৃত বন্ধু।