Viral Video

বরের গলায় ৩৫ ফুটের টাকার মালা! ভাইয়ের বিয়েতে অভিনব উপহার দিয়ে নজর কাড়লেন তরুণ

সম্পূর্ণ মালাটিই একগুচ্ছ নোট দিয়ে তৈরি। টাকার সেই মালাটি পরিয়ে দেওয়া হয় বরের গলায়। মেঝেয় লুটিয়ে থাকে সারি সারি নোট।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২৪ ১৭:৪২
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

ভাইয়ের বিয়ে বলে কথা! তাঁকে দিতে হবে নতুন ধরনের উপহার। তাই বরের গলায় টাকার মালা দিয়ে সেই মুহূর্তটিকে আরও বিশেষ করে তুলতে চাইলেন পাত্রের দাদা। একের পর এক নোট সেলাই করে তৈরি করা হল ৩৫ ফুট লম্বা টাকার মালা। সেই মালা বয়ে আনতেই প্রয়োজন হয়েছিল ছ’সাত জন ব্যক্তির। বরের গলায় পরিয়েও দেওয়া হয় সেই মালা। সমাজমাধ্যমে সেই ভিডিয়োটি ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

Advertisement

‘মহম্মদ ইলিয়াস’ নামের অ্যাকাউন্ট থেকে ইউটিউবের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে যে, ছ’সাত জন ব্যক্তি মিলে একটি বিশাল মালা বয়ে নিয়ে বিয়েবাড়ির অনুষ্ঠানে প্রবেশ করছেন। সম্পূর্ণ মালাটিই একগুচ্ছ নোট দিয়ে তৈরি। টাকার সেই মালাটি পরিয়ে দেওয়া হয় বরের গলায়। মেঝেয় লুটিয়ে থাকে সারি সারি নোট। ঘটনাটি পাকিস্তানের কোটলা জাম এলাকায় ঘটেছে। জানা গিয়েছে, ভাইয়ের বিয়েতে অভিনব উপহার দিতে টাকার মালা তৈরি করিয়েছিলেন তাঁর দাদা।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, মালাটির দৈর্ঘ্য ৩৫ ফুট। ৭৫ পাকিস্তানি রুপির ২০০টি নোটের সঙ্গে মালা গাঁথতে সেলাই করা হয় ৫০ পাকিস্তানি রুপির ১৭০০টি নোট। সব মিলিয়ে এক লক্ষ পাকিস্তানি রুপির মালা পরিয়ে ভাইকে উপহার দেন তরুণ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement