Viral Video

দাবা অলিম্পিয়াডে বিরল ছবি! ভারতীয় পতাকা হাতে পোজ় দিলেন পাক দাবাড়ুরা, ভাইরাল ভিডিয়ো

সদ্য হাঙ্গেরির বুদাপেস্টে দাবা অলিম্পিয়াড ২০২৪-এর আসর বসেছিল। বিভিন্ন দেশের দাবাড়ুরা অংশগ্রহণ করেছিলেন ওই টুর্নামেন্টে। যোগ দিয়েছিল ভারত এবং পাকিস্তানের দাবা দলও।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৪ ১০:০২
Share:

ছবি: এক্স (সাবেক টুইটার)।

বিরল ছবি। ভারতীয় পতাকা হাতে তুলে নিলেন পাক দাবাড়ুর দল। দাবা অলিম্পিয়াড ২০২৪-এ ঘটনাটি ঘটেছে। পাকিস্তান দাবা দলের সদস্যেরা টুর্নামেন্ট-পরবর্তী ফটোসেশনের সময় ভারতীয় পতাকা হাতে তুলে নেন। হাসি মুখে পোজ়ও দেন। সেই বিরল দৃষ্টান্তের একটি ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

সদ্য হাঙ্গেরির বুদাপেস্টে দাবা অলিম্পিয়াড ২০২৪-এর আসর বসেছিল। বিভিন্ন দেশের দাবাড়ুরা অংশগ্রহণ করেছিলেন ওই টুর্নামেন্টে। যোগ দিয়েছিল পাকিস্তানের দাবা দলও। তবে টুর্নামেন্ট জিতেছে ভারত। সেখানেই টুর্নামেন্ট শেষ হওয়ার পর ছবি তোলা হচ্ছিল বিভিন্ন দলের। তখনই ভারতীয় দলের পতাকা তুলে নিতে দেখা যায় পাক দাবাড়ুদের। সেই ভিডিয়োই ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। ভারত-পাক— উভয় পক্ষ থেকেই প্রতিক্রিয়ার ঢেউ উঠেছে।

দিন কয়েক আগে অবশ্য এর বিপরীত ছবি দেখা গিয়েছিল হকির মাঠে। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির সেমিফাইনালে চিনের কাছেই টাইব্রেকারে হেরে ফাইনালে সেই চিনের হয়ে গলা ফাটাতে দেখা গিয়েছিল পাকিস্তানের হকি খেলোয়াড়েরা। উল্লেখ্য, সেই ফাইনালে চিনের বিপক্ষে ছিল ভারত। তবুও ভারতকে নয়, চিনকেই সমর্থন করেছিলেন পাকিস্তানের হকি খেলোয়াড়েরা। খেলা চলাকালীন চিনের পতাকা হাতে গ্যালারিতে বসে থাকতে গিয়েছিল তাঁদের। যদিও পাক সমর্থন পেয়েও চিনের লাভ হয়নি। খেলায় জয় পায় ভারতই।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement