ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
ঘরের দরজা বন্ধ। তবুও মালিকের কাছেই থাকতে হবে। তা সে দরজা বন্ধ করে দিলেও বা কী! বন্ধ দরজার ফাঁক দিয়েই গলে ঘরের ভিতর ঢুকতে হবে বিড়ালকে। যেমন ভাবা, তেমন কাজ। দরজার তলায় সামান্য ফাঁক দিয়ে শরীর গলিয়ে ঘরের ভিতর ঢুকে পড়ল বিড়াল। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘পিউবিটি’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি ঘরের দরজা বন্ধ রয়েছে। দরজা এবং মেঝের মাঝখানের সামান্য ফাঁকের মধ্যে গলা ঢুকিয়ে দিয়েছে একটি বিড়াল। সামনের দু’পা ছড়িয়ে সে আপ্রাণ চেষ্টা করছে ঘরের ভিতর ঢুকে পড়ার। কোনও রকমে দরজার ও পারে অর্ধেক শরীর গলিয়ে ফেলে সে।
তার পর দরজার উপর পা দিয়ে ভর দিয়ে বাকি অংশটুকুও ঘরের ভিতর গলিয়ে নেয় বিড়ালটি। কঠিন কাজ সেরে ফেলার পর সোজা দাঁড়িয়ে গা ঝেড়ে ফেলতে দেখা যায় বিড়ালটিকে। সমাজমাধ্যমে এই ভিডিয়োটি ছড়িয়ে পড়ায় হাসির বন্যা বয়ে গিয়েছে নেটপাড়ায়। এক নেটাগরিক লিখেছেন, ‘‘বিড়ালের কাণ্ডকারখানা দেখে হাসতে হাসতে আমার পেটব্যথা হয়ে গেল।’’