Bizarre

দূরে থেকেও চাইছেন উত্তাল আদর, এই আংটির রংবদল দেখে ধরা পড়ে যাবে সঙ্গীর মনের গোপন ইচ্ছা

হৃদ্‌স্পন্দনের গতিবিধি, শরীরের তাপমাত্রা, কথোপকথনের ধরন— সমস্তই খেয়াল রাখা হয় সেই আংটির মাধ্যমে। সঙ্গীর মনবদল হলে সেই অনুযায়ী অপরের আংটির রংবদল হয়ে যাবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৫ ১১:০০
Share:

—প্রতীকী ছবি।

সঙ্গী দূরে রয়েছেন। মুখ ফুটে তিনি মনের গোপন কথা না বললেও সে সবই এখন চলে আসতে পারে আপনার নখদর্পণে। অভিনব প্রযুক্তির মাধ্যমে খুব সহজেই সঙ্গীর ‘মনের মানুষ’ হয়ে উঠতে পারবেন আপনি। প্রয়োজন শুধুমাত্র এক জোড়া আংটির। বিদেশের এক ডেটিং অ্যাপের সঙ্গে হাত মিলিয়ে এই আংটি তৈরি করছে এক প্রযুক্তি সংস্থা। ভালবাসার মানুষের মনের কথা জানতে এই আংটি তৈরি করছে তারা। সংস্থার দাবি, এই ‘ডিজিটাল মুড রিং’ পরলেই সঙ্গীর মনের কথা জানতে পারা যাবে।

Advertisement

তবে এই আংটি জোড়ায় কেনা বাধ্যতামূলক। আংটির সঙ্গে লাগানো থাকবে একটি মাইক্রোফোন এবং একাধিক বায়োসেন্সর। হৃৎস্পন্দনের গতিবিধি, শরীরের তাপমাত্রা, কথোপকথনের ধরন— সমস্তই খেয়াল রাখা হয় সেই আংটির মাধ্যমে। সঙ্গীর মনবদল হলে সেই অনুযায়ী অপরের আংটির রংবদল হয়ে যাবে। এক এক রকম মানসিক অবস্থা বোঝানোর জন্য এক এক রকম রঙের ব্যবহার করা হয়েছে। সেই রঙের এলইডি আলো জ্বলে উঠবে আংটির চারপাশে।

ছবি: সংগৃহীত।

আপনার অনুপস্থিতিতে যদি আপনার সঙ্গীর মনখারাপ হয়, অথবা তিনি কোনও বিষয় নিয়ে চিন্তাগ্রস্ত হয়ে পড়েন, সেই বার্তাও রংবদল করে জানিয়ে দেবে আংটিটি। এমনকি, সঙ্গীর হঠাৎ যদি যৌন মিলনের প্রবল ইচ্ছা জাগে। তা-ও ধরা পড়ে যাবে। সংস্থার তরফে জানানো হয়েছে, চলতি বছরে না হলেও ২০২৬ সালে এই আংটিটি পণ্য হিসাবে বাজারে ছাড়া হবে। মাত্র আধ ঘণ্টায় আংটিটি সম্পূর্ণ চার্জ দেওয়া যাবে। তবে আংটিটি পরলে যেমন সুবিধা রয়েছে, তেমন রয়েছে এর নেতিবাচক দিকও। যদি আপনার সঙ্গী আপনাকে অসত্য বলেন, তা-ও ধরা পড়ে যাবে। এমনকি, অন্য কারও সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হলেও তা দূরে থেকে বুঝতে পারা যাবে আংটির রংবদলের মাধ্যমে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement