প্রতীকী ছবি।
ভুল করে সাত লক্ষ টাকা অচেনা ব্যক্তির অ্যাকাউন্টে পাঠিয়ে ফেলেছিলেন এক মহিলা। সেই টাকা ফেরৎ পেতে চাইলে প্রাপক তাঁকে সপাট জানিয়ে দেন, দেবেন না। কারণ ওই টাকা তিনি তাঁর ভাগ্য জোরে পেয়েছেন। এ-ও একরকম লটারি জেতা!
ঘটনাটি মুম্বইয়ের। ওই মহিলা এক আত্মীয়কে টাকা পাঠাতে গিয়ে ভুল করে অন্য অ্যাকাউন্টে পাঠিয়ে ফেলছিলেন সাত লক্ষ টাকা। ভুল বুঝতে পেরে ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগও করেন তিনি। কিন্তু ব্যাঙ্ক এই বিভ্রাটে ঢুকতে অস্বীকার করে। বাধ্য হয়েই ওই বিপুল টাকা খোয়ানোর আশঙ্কায় পুলিশের সাহায্য চান মহিলা। সাইবার সেলের সাহায্যে খুঁজে বের করাও হয় প্রাপককে। কিন্তু তার পর টাকা ফেরানোর অনুরোধ করলে আসে ওই জবাব!
সোজা কথায় কাজ হচ্ছে না দেখে পুলিশ ওই ব্যক্তিকে আবার যোগাযোগ করে। এমনকি, টাকা না ফেরালে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকিও দেয়। শেষ পর্যন্ত ভয় দেখিয়েই কাজ হয়। ওই মহিলাকে টাকা ফেরৎ দেন প্রাপক। গত ২ জুলাই ওই টাকা আবার ফিরে আসে তাঁর অ্যাকাউন্টে।