Viral Video

গায়েহলুদের অনুষ্ঠানে এল অনাহূত অতিথি! পাত থেকে খাবার চুরি করে পালালও সে, ভিডিয়ো ভাইরাল

গায়েহলুদের অনুষ্ঠানে হবু পাত্র-পাত্রীকে ঘিরে ভিড় জমিয়েছেন নিমন্ত্রিত অতিথিরা। তাঁদের গায়ে হলুদ মাখিয়ে দিচ্ছেন তাঁরা। সেখানে এক জন তরুণী খাবারের প্লেট নিয়ে দাঁড়িয়েছিলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০১ মার্চ ২০২৫ ১৭:১৬
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

লাল চাঁদোয়ার তলায় বসে রয়েছেন হবু বর এবং কনে। গায়েহলুদের অনুষ্ঠান চলছে তাঁদের। অতিথিরা ভিড় করে দাঁড়িয়ে রয়েছেন। চারদিকে সাদা এবং হলুদ ফুল দিয়ে সাজানো রয়েছে। তার মধ্যেই হঠাৎ প্রবেশ অনাহূত অতিথির। বিনা নিমন্ত্রণে সে শুধু হাজির-ই হয়নি, পাত থেকে খাবার চুরি করে দৌড় দিল সে। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

Advertisement

‘ঘর কে কলেশ’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, গায়েহলুদের অনুষ্ঠানে হবু পাত্র-পাত্রীকে ঘিরে ভিড় জমিয়েছেন নিমন্ত্রিত অতিথিরা। তাঁদের গায়ে হলুদ মাখিয়ে দিচ্ছেন তাঁরা। সেখানে এক জন তরুণী খাবারের প্লেট নিয়ে দাঁড়িয়েছিলেন। দূর থেকে তা লক্ষ করেছিল একটি বাঁদর।

গায়েহলুদের অনুষ্ঠানে দৌড়ে ঢুকে পাত থেকে খাবার চুরি করে পালাল সে। বাঁদরের এই কাণ্ড দেখে অনুষ্ঠানে উপস্থিত সকলে হাসতে শুরু করলেন। বাঁদরটি চলে যাওয়ার পর খাবারের আশায় সেখানে লাফিয়ে চলে আসে আরও দু’তিনটি বাঁদর। সেখানেই শেষ হয়ে যায় ভিডিয়োটি। ঘটনাটি কোথায় ঘটেছে তা অবশ্য জানা যায়নি। তবে ভিডিয়োটি দেখে হাসির রোল উঠেছে নেটপাড়ায়। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘বাঁদরটি কিন্তু দারুণ কাজ করেছে। সোজা খাওয়াদাওয়ার পর্ব মিটিয়ে চলে গিয়েছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement