ছবি: ইনস্টাগ্রাম।
গায়ে শুধু তোয়ালে জড়িয়ে ইন্ডিয়া গেটের কাছে নাচ। সমালোচনার মুখে পড়লেন মডেল তথা নেটপ্রভাবী। কলকাতার বাসিন্দা ওই মডেলের নাম সংহতি মিত্র। সম্প্রতি রাজধানীর ইন্ডিয়া গেটের সামনে শরীরে শুধুমাত্র একটি তোয়ালে জড়িয়ে নাচের ভিডিয়ো ইনস্টাগ্রামে পোস্ট করেন তিনি। তা ঘিরে হইচই পড়ে গিয়েছে। নেটপ্রভাবী শালীনতার সমস্ত সীমা লঙ্ঘন করেছেন বলে মন্তব্য করেছেন নেটাগরিকদের একাংশ। ভিডিয়োটি ইতিমধ্যেই ভাইরাল। (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।)
দেখা গিয়েছে, ইন্ডিয়া গেটের সামনে পর্যটকেরা ঘোরাফেরা করছেন। তবে ভিড় খুব একটা নেই। হঠাৎই এক তরুণী সেখানে নাচতে শুরু করেন। তাঁর গায়ে শুধুমাত্র একটি তোয়ালে জড়ানো রয়েছে। পায়ে চপ্পল। বাজছে ‘মেরে খোয়াবোঁ মেঁ জো আয়ে’ গান, নাচছেন তিনি। সেই ভিডিয়োই ভাইরাল হয়েছে। উল্লেখ্য, ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’ ছবিতে কাজলও এই গানটিতে তোয়ালে পরে নেচেছিলেন। মনে করা হচ্ছে, তারকাকেই অনুকরণ করেছেন এই বঙ্গতনয়া।
১৯ নভেম্বর ইনস্টাগ্রামে ভিডিয়োটি পোস্ট করা হয়। ক্যাপশনে লেখা, “শুভ আন্তর্জাতিক পুরুষ দিবস। আপনারা সকলে আপনাদের সাহস, দয়া এবং সহানুভূতি দিয়ে অন্যদের অনুপ্রাণিত করতে থাকুন।” ইতিমধ্যেই সেই ভিডিয়ো পাঁচ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে। প্রতিক্রিয়া জানিয়েছেন হাজার হাজার মানুষ। নেটাগরিকদের একাংশ ওই তরুণীর সমালোচনায় সরব হয়েছেন। রীতিমতো ক্ষোভপ্রকাশ করেছেন কেউ কেউ। নেটপ্রভাবীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও উঠেছে। এক জন লিখেছেন, ‘‘এই নেটপ্রভাবী সমস্ত সীমা অতিক্রম করেছেন।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘আমাদের ভারতের সৌন্দর্যকে নষ্ট করছেন। একেবারেই পছন্দ হল না।’’ তৃতীয় জন লিখেছেন, ‘‘ওঁকে ওখানে ঢুকতে দিল কে? পুলিশ কী করছিল?’’
উল্লখ্য, এই প্রথম নয়। এর আগেও দুর্গাপুজোর সময় দুই বান্ধবীর সঙ্গে স্বল্পপোশাকে একটি মণ্ডপে উপস্থিত হয়েও সমালোচনার মুখে পড়তে হয়েছিল ওই নেটপ্রভাবীকে।