ছবি: সংগৃহীত।
চিতপাত হয়ে অর্ধমৃত অবস্থায় পড়েছিল একটি ছোট সাপ। খবর পেয়ে তা়ড়াতাড়ি ছুটে আসেন এক বন্যপ্রাণী সংরক্ষক। তিনি এসে যা কাণ্ড ঘটালেন, তা দেখে তাজ্জব হয়ে গিয়েছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। ঘটনাটির ভিডিয়ো সম্প্রতি পোস্ট করা হয়েছে এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার)। রাজেশ কুমার নামের এক ব্যক্তির অ্যাকাউন্ট থেকে এই ভিডিয়োটি ছ়ড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
ভিডিয়োয় দেখা গিয়েছে, গুজরাতের বরোদা শহরের রাস্তার ধারে একটি ছোট সাপ অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে। তা দেখে স্থানীয়েরা খবর দেন বন্যপ্রাণী সংরক্ষণকারী যুবককে। তিনি এসে সাপটিকে তুলে সাপের মুখটি নিজের মুখে ভরে দেন। সাপটির মুখে ফুঁ দিয়ে অক্সিজ়েন ভরে দিতে থাকেন তিনি। চিকিৎসা পরিভাষায় যার নাম সিপিআর। তিন মিনিট ধরে ক্রমাগত এই ভাবেই সাপটিকে পরিচর্যা করার পর সাপটির দেহ নড়ে ওঠে। জ্ঞান ফিরে পাওয়ার পরে সাপটিকে নিরাপদ আশ্রয়ে ছেড়ে দেওয়া হয়। ভিডিয়ো দেখে অবাক হয়েছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। মানুষের মতো সাপকেও যে এ ভাবে সিপিআর দেওয়া যায়, তা দেখেই চমকেছেন অনেকেই। কেউ কেউ আবার এই শুশ্রূষাকারী যুবকের সাহসের প্রশংসাও করেছেন।