buffalo

মোষকে লাথি! মুহূর্তে ‘শাস্তি’ পেলেন যুবক, দেখে সবাই বলল, নিউটনের সূত্র প্রমাণিত

বিজ্ঞানী আইজ্যাক নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী প্রত্য়েক ক্রিয়ার একটি সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০১ মে ২০২৩ ১৮:৪৩
Share:

মোষকে আঘাতের ঘটনায় নিউটনের তৃতীয় সূত্রের মিল পেয়েছেন নেটাগরিকেরা। প্রতীকী ছবি।

বাইকে যেতে যেতে পাশে দাঁড়িয়ে থাকা মোষের গায়ে সপাট লাথি চলিয়েছিলেন। প্রায় সঙ্গে সঙ্গেই কর্মফল ভুগতে হল এক যুবককে। মুহূর্তের মধ্যে বাইক থেকে ছিটকে পড়ে গেলেন তিনি।

Advertisement

ভাইরাল হওয়া এই ভিডিয়ো দেখে দু’ভাগে বিভক্ত নেটাগরিকেরা। একাংশ জানিয়েছে, এই ভিডিয়ো দেখে মানসিক শান্তি পেয়েছেন তাঁরা। এমন তৎক্ষণাৎ বিচারই হওয়া উচিত সমস্ত দোষীদের। অন্য অংশ অবশ্য গোটা ব্যাপারটিতে বিজ্ঞান খুঁজে পেয়েছেন। তাঁদের বক্তব্য, এতো নিউটনের তৃতীয় সূত্রের সাক্ষাৎ প্রমাণ।

বিজ্ঞানী আইজ্যাক নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী প্রত্য়েক ক্রিয়ার একটি সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। এ ক্ষেত্রে মোষটিকে পা দিয়ে ঠেলার সঙ্গে সঙ্গে চলন্ত গাড়িতে পাল্টা প্রতিক্রিয়ায় সমান ধাক্কা খেয়েছেন ওই যুবকও। তার ফলেই বাইক থেকে ছিটকে পড়েছেন তিনি। কিন্তু এই বৈজ্ঞানিক ব্যাখ্যার বাইরেও নেটাগরিকদের অন্য অংশটি মনে করছে, এ-তো অন্য অর্থেও সমান এবং বিপরীত মুখী প্রতিক্রিয়া। যতটা পাপ। শাস্তিও ততটাই।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement