maid

বালতিতে মূত্রত্যাগ করে, তা দিয়েই ঘর মুছলেন পরিচারিকা! সিসিটিভি ফুটেজে ধরা পড়তেই গ্রেফতার

ওই ভিডিয়ো ফুটেজ সমাজমাধ্যমে ভাইরাল হতেই ত্রাহি রব উঠেছে। অনেকেই আতঙ্কের সঙ্গে জানিয়েছেন, তাঁরাও গৃহপরিচারিকার ভরসায় বাড়ি ফেলে রেখে বাইরে যান।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩০ মে ২০২৩ ১৯:৫১
Share:

বাড়ির বাসিন্দাদের নজর এড়িয়ে সাবিনা ঘরমোছার বালতির উপর বসে তাতে মূত্রত্যাগ করেছেন।

বাড়ির বাসিন্দাদের চোখের আড়ালে তাঁদের ঘর নোংরা করছিলেন এক পরিচারিকা। সিসিটিভি ফুটেজে ধরা পড়তেই গ্রেফতার হল তাঁকে। ঘটনাটি ঘটেছে গ্রেটার নয়ডার আজনারা হোমস সোসাইটিতে।

Advertisement

পুলিস জানিয়েছে, অভিযুক্তের নাম সাবিনা খাতুন। তিনি ওই এলাকায় একটি পরিবারের গৃহপরিচারিকার কাজ করতেন। সমাজমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, বাড়ির বাসিন্দাদের নজর এড়িয়ে সাবিনা ঘরমোছার বালতির উপর বসে তাতে মূত্রত্যাগ করছেন। তার পর সেই বালতিরই ‘জল’ ব্যবহার করে ঘর মুছছেন।

এই ভিডিয়ো ফুটেজটি ধরা পড়ে ওই বাড়িতে লাগানো সিসি ক্যামেরায়। ভিডিয়োটি চোখে পড়ার পরই বাড়ির মালিক স্থানীয় বিশরাখ থানায় অভিযোগ দায়ের করেন সাবিনার বিরুদ্ধে। পুলিশও সাবিনাকে এক দিনের মধ্যেই গ্রেফতার করে।

Advertisement

তবে ওই ভিডিয়ো ফুটেজ সমাজমাধ্যমে ভাইরাল হতেই ত্রাহি রব উঠেছে। অনেকেই আতঙ্কের সঙ্গে জানিয়েছেন, তাঁরাও গৃহপরিচারিকার ভরসায় বাড়ি ফেলে রেখে বাইরে যান। এই ভিডিয়ো দেখার পর তাঁরাও আতঙ্কে ভুগছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement