ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
গান শোনানো থেকে অনলাইনে শপিং করা— অ্যালেক্সা যেন ঘরে ঘরে ডিজিটাল গৃহকর্মী হয়ে উঠেছে। সেই অ্যালেক্সার সঙ্গেই একরত্তির কথোপকথনের ভিডিয়ো নেটব্যবহারকারীদের নজর কেড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
‘সাইকুয়াসালভি’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে, অ্যালেক্সার সঙ্গে কথা বলতে ব্যস্ত এক শিশু। অ্যালেক্সার দিকে তাকিয়ে সে বার বার বলছে, অ্যালেক্সা যেন তার উদ্দেশে খারাপ কথা বলে। শিশুর অনুরোধ শুনে চমকে যায় অ্যালেক্সা।
জবাবে সে বলে, ‘‘আমি গালি দেব? হায় হায়!’ তবুও একরত্তি জেদ ধরে বসে থাকে। অ্যালেক্সাকে যে গালিগালাজ দিতে হবেই। অ্যালেক্সা বলে, ‘‘আমি যদি গালি দিই তা হলে শক্তিমানের কাছে ক্ষমা চাইতে হবে। তুমি বরং এক কাপ গরম চা খাও।’’
অ্যালেক্সার জবাব শুনে খানিকটা বিরক্তই হয়ে যায় খুদে। অ্যালেক্সার উদ্দেশে সে বলে, ‘‘উফ! শক্তিমানের কাছে ক্ষমা চেয়ে নিও। কিন্তু আমায় গালি দাও তুমি।’’ শিশুর অনুরোধ রাখতে না পেরে অ্যালেক্সা বলে, ‘‘আমি এই ধরনের কথা বলতে পারি না। আমার সংস্কারে বাধে।’’ ভিডিয়োটি দেখে হাসির রোল ওঠে নেটব্যবহারকারীদের মধ্যে। এক জন নেটাগরিক মজা করে বলেন, ‘‘বাচ্চাটিই নষ্ট করে ফেলবে অ্যালেক্সাকে।’’ আবার এক নেটব্যবহারকারী বলেন, ‘‘বাচ্চাটা কিন্তু ভারী মিষ্টি। এত ভালবেসে কেউ গালি খেতে চায় নাকি!’’