—ছবি: সংগৃহীত।
বাড়ি বাড়ি হঠাৎ আধার কার্ড নিয়ে পৌঁছে গিয়েছেন পাত্র-পাত্রীর বাবা-মা। সেই আধার কার্ড অতিথিদের হাতে ধরিয়েই নিমন্ত্রণ সারছেন তাঁরা। আধার নম্বরের বদলে সেখানে বড় বড় করে লেখা রয়েছে বিয়ের তারিখ। নথিপত্রের ছবি দেখেও চমকে যান অতিথিরা। পাত্র এবং পাত্রীর গম্ভীর মুখের ছবি যেন জুড়ে লাগিয়ে দেওয়া হয়েছে। সমাজমাধ্যমে বিয়ের এই অভিনব কার্ডের ছবি ছড়িয়ে পড়তেই হইচই শুরু হয়ে যায় (যদিও তার সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
‘গডম্যান চিকনা’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি বিয়ের কার্ডের ছবি পোস্ট করা হয়েছে। পাত্রের নাম প্রহ্লাদ এবং পাত্রীর নাম বর্ষা। দু’জনেই মধ্যপ্রদেশের পিপারিয়া গ্রামের বাসিন্দা। ২০১৭ সালের ২২ জুন বিয়ে হয় তাঁদের। বিয়ে উপলক্ষে আধার কার্ডের নকশা অনুযায়ী বিয়ের কার্ড বানিয়েছিলেন তাঁরা। এক নজরে দেখলে নথিপত্র ভেবেই গুলিয়ে ফেলবেন অনেকে।
আধার নম্বরের জায়গায় মোটা অক্ষরে তাঁদের বিয়ের তারিখ লেখা রয়েছে। পাত্র-পাত্রীর নাম থেকে শুরু করে ঠিকানা সব কিছুই লেখা রয়েছে সেই কার্ডে। আধার কার্ডে যেখানে ছবি লাগানো থাকে, সেখানে রয়েছে পাত্র এবং পাত্রীর ছবি। দেখে মনে হচ্ছে, তাঁদের দু’জনের পাসপোর্ট ছবি জুড়ে দিয়ে লাগানো হয়েছে।
কার্ডটি দেখে চমকে উঠেছেন নেটাগরিকদের অধিকাংশ। এক জন নেটব্যবহারকারী বলেছেন, ‘‘আমি তো আধার কার্ড ভেবে ভুল করে ফেলেছিলাম। ছবির দিকে চোখ পড়তে সন্দেহ জাগল। তার পর সব পড়ে দেখলাম।’’ আবার এক জন মন্তব্য করেছেন, ‘‘লোকজনের মাথা থেকে নানা রকম বুদ্ধিও আসে।’’