ছবি: সংগৃহীত।
ইতালির বিলাসবহুল স্পোর্টস কার ল্যাম্বরগিনি। সেটি কেনার পর তার ঝকঝকে শরীরে ‘জয় শ্রী রাম’ লেখা স্টিকার সেঁটে দিলেন গাড়ির মালিক। তাঁর দাবি, দুনিয়ায় এই প্রথম কোনও ল্যাম্বরগিনি রাম নামের ছোঁয়া পেল।
এই দাবির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। তবে ইউটিউবে ওই গাড়ির গায়ে জয় শ্রী রাম লেখা স্টিকার লাগানোর ভিডিয়োটি ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে। গাড়ির মালিকের নাম মৃদুল। তিনি একজন ইউটিউবার। মৃদুল জানিয়েছেন, ওই স্টিকারটি তিনি লাগিয়েছেন তাঁরই দেওয়া একটি প্রতিশ্রুতি পূরণের জন্য।
সম্প্রতি ইউটিউবে একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন মৃদুল। সেই ভিডিয়োয় তিনি বলেছিলেন, ভিডিয়োটি যদি ২০ লক্ষ লাইক আর ১ লক্ষ কমেন্ট পায়, তবে তিনি নিজের ল্যাম্বরগিনি গাড়ির হুডে জয় শ্রী রাম লিখবেন।
মৃদুল জানিয়েছেন, ওই কথা বলার পর তিনি যা বলেছিলেন, তার থেকে বেশিই লাইক এবং কমেন্ট পরে তাঁর ভিডিয়োয়। তাই প্রতিশ্রুতি যথাবিধি পালন করেছেন তিনি। গাড়িতে স্টিকার লাগানোর একটি দোকানে নিয়ে গিয়ে গাড়িতে ওই স্টিকার লাগিয়েছেন তিনি। তবে একই সঙ্গে মৃদুল জানিয়েছেন, তাঁর দৃঢ় বিশ্বাস, দুনিয়ায় তাঁর কাছেই একমাত্র জয় শ্রী রাম লেখা ল্যাম্বরগিনি গাড়ি রয়েছে।