IPL 2022

IPL 2022: টিম ডেভিড আউট হতেই হতবাক সারা! সচিন-কন্যার প্রতিক্রিয়া ভাইরাল

ডেভিড যখন মারছিলেন তখন গ্যালারিতে উল্লাস করছিলেন সারা। কিন্তু ডেভিড আউট হওয়ার পরেই দেখা যায় মুখে হাত দিয়ে দাঁড়িয়ে পড়েছেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ মে ২০২২ ১৩:১১
Share:

ডেভিড আউট হওয়ার পরে গ্যালারিতে সারা (ডান দিকে) ছবি: টুইটার

হারতে চলা ম্যাচে প্রাণ ফিরিয়েছিলেন তিনি। তাঁর ব্যাটে ফের জেতার আশা তৈরি হয় মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে। একটা সময় মনে হয়েছিল ম্যাচ জিতে যাবেন রোহিত শর্মারা। কিন্তু টিম ডেভিড রান আউট হওয়ার পরেই সেই আশা শেষ হয়ে যায়। ডেভিডের রান আউটে হতবাক হয়ে যান দর্শকাসনে বসে থাকা সচিন তেন্ডুলকরের মেয়ে সারা তেন্ডুলকরও। তাঁর প্রতিক্রিয়া ভাইরাল নেটমাধ্যমে।

ডেভিড যত ক্ষণ মাঠে ছিলেন তত ক্ষণ মনে হচ্ছিল জিততে পারে মুম্বই। বিধ্বংসী ব্যাটিং করছিলেন সিঙ্গাপুরের এই ক্রিকেটার। মাত্র ১৮ বলে ৪৬ রান করেন তিনি। সানরাইজার্স হায়দরাবাদের বোলার টি নটরাজনকে এক ওভারে চারটি ছক্কা মারেন তিনি। ম্যাচ জিততে ১৩ বলে ১৯ রান দরকার ছিল মুম্বইয়ের। নটরাজনের ওভারের শেষ বলে সিঙ্গল নিতে গিয়ে রান আউট হন ডেভিড।

Advertisement

ডেভিড যখন মারছিলেন তখন গ্যালারিতে উল্লাস করছিলেন মুম্বই সমর্থকরা। তাঁদের মধ্যে ছিলেন সারাও। সবাই ভাবছিল ম্যাচ জিতবেন রোহিতরা। কিন্তু ডেভিড আউট হওয়ার পরেই দেখা যায় মুখে হাত দিয়ে দাঁড়িয়ে পড়েছেন সারা। বিশ্বাস করতে পারছেন না। সচিন-কন্যার এই প্রতিক্রিয়া ভাইরাল হয়। ডেভিড আউট হওয়ার পরে ম্যাচ জিততে পারেনি মুম্বই। তিন রানে হারে তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement