Viral Video

কালো টপ-স্কার্টে হিন্দি গানে নাচ! মঞ্চে ঝড় তুলে প্রশংসা কুড়োলেন আইআইটি পড়ুয়া, জুটল সমালোচনাও

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, আইআইটি রুরকির বার্ষিক অনুষ্ঠানে নাচ করছেন এক ছাত্রী। কালো টপ এবং স্কার্ট পরে নাচছেন তিনি। শুধু নাচছেন বললে ভুল হবে, বলা উচিত ঝড় তুলছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৪ ০৯:২২
Share:
IIT Roorkee student dances at college fest, video goes viral

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

২০২৪ সালে মুক্তি পেয়েছিল ‘হরর-কমেডি’ মুনজ্যা। সেই ছবির ‘তরস নি আয় তুঝকো’ গানটি ইতিমধ্যেই জনপ্রিয়। আর সেই গানেই নেচে ঝড় তুললেন আইআইটি রুরকির এক পড়ুয়া। তাঁর নাচের ভিডিয়ো প্রকাশ্যে আসতে ওই ছাত্রী যেমন প্রশংসা কুড়িয়েছেন, তেমনই সমালোচনার মুখে পড়তে হয়েছে তাঁকে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, আইআইটি রুরকির বার্ষিক অনুষ্ঠানে নাচ করছেন এক ছাত্রী। কালো টপ এবং স্কার্ট পরে নাচছেন তিনি। শুধু নাচছেন বললে ভুল হবে, বলা উচিত ঝড় তুলছেন। আর তাঁর সেই নৃত্য দেখে হাততালি পড়ছে মুহুর্মুহু। সেই ভিডিয়োয় প্রকাশ্যে এসেছে সম্প্রতি।

সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, আইআইটি রুরকির ওই পড়ুয়ার নাম শালিনী গৌর। ভিডিয়োটি ইনস্টাগ্রামে নিজেই পোস্ট করেছেন তিনি। সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে তড়িৎগতিতে। ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। বহু বার দেখা হয়েছে ভিডিয়োটি। লাইক-কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। নেটাগরিকদের অনেকেই ওই পড়ুয়ার নাচের প্রশংসা করেছেন। তবে অনেকেই আইআইটি পড়ুয়ার ওই নাচ ‘অশ্লীল’ সমালোচনা করেছেন। এক জন লিখেছেন, ‘‘আইআইটির মতো নামী প্রতিষ্ঠানে এই ধরনের নাচের অনুমতি দেওয়া উচিত নয়।’’

Advertisement

উল্লেখ্য, দিন কয়েক আগেই ‘মুন্নি বদনাম হুয়ি’ গানে নেচে সমালোচনার মুখে পড়েছিলেন আইআইটি বম্বের এক ছাত্রী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement