ছবি: ইনস্টাগ্রাম।
মেরঠের মার্চেন্ট নেভি অফিসারকে খুন করে নীল ড্রামে ভরে দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর স্ত্রী মুস্কান রস্তোগী এবং স্ত্রীর প্রেমিক সাহিল শুক্লের বিরুদ্ধে। ১৯ মার্চের সেই ঘটনার জেরে দেশ জুড়ে তোলপাড় শুরু হয়েছে। আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে নীলরঙা ড্রামও। তা নিয়ে মিম বা রিলও কম হয়নি। এ বার হইচই নীল ড্রাম সংক্রান্ত নতুন একটি ভিডিয়োকে কেন্দ্র করে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, স্ত্রী নীল ড্রাম আনতেই কী ভাবে ভয় পেয়ে ঘর থেকে বেরিয়ে যাচ্ছেন এক যুবক। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ঘরের ভিতরে শুয়ে রয়েছেন এক যুবক। এমন সময় হঠাৎই তাঁর স্ত্রী একটি নীল ড্রাম নিয়ে ঘরে ঢোকেন। স্ত্রীর হাতে সেই ড্রাম দেখে মুখ কাঁচুমাচু করে খাট থেকে উঠে পড়েন ওই যুবক। লাফ মেরে সোজা বাইরে বেরিয়ে যান তিনি। স্বামীকে ভয় পেয়ে ও ভাবে বেরিয়ে যেতে দেখে চমকে যান স্ত্রী। স্বামীকে বার বার ডাকতে থাকেন। তাঁর কী হয়েছে, তা জানতে চান। তবে তার উত্তরে ওই যুবককে কিছু বলতে শোনা যায়নি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘কালেক্টিং সুপারম্যান’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে মজার মজার মন্তব্য করেছেন। তবে নেটাগরিকদের একাংশের দাবি, এই ভিডিয়োর সঙ্গে বাস্তবের কোনও মিল নেই। নিছকই মজার উদ্দেশ্যে ভিডিয়োটি তৈরি করা হয়েছে। এবং যদি তা-ই হয়, তা হলে কেন এ ধরনের সংবেদনশীল ভিডিয়ো নিয়ে রিল বানানো হল? প্রশ্ন তুলেছেন অনেকে। এক নেটাগরিক লিখেছেন, ‘‘সব স্বামীই এখন নীল রঙের ড্রাম দেখলে ভয় পাবেন।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘এই ঘটনা যদি সত্যি হয়, তা হলে উদ্বেগের। আর যদি ভিডিয়োটি তৈরি করা হয়, তা হলে খুবই লজ্জার।’’