ছবি: সংগৃহীত।
গাছের উপরে উঠে বসেছিল এক বাঁদর ছানা। টের পায়নি সেখানেই অপেক্ষা করে রয়েছে সাক্ষাৎ মৃত্যুফাঁদ। গাছে উঠতেই লেজের প্যাঁচে জড়িয়ে শিকারকে আটকে ফেলেছিল এক রাক্ষুসে সাপ। ছোট্ট প্রাণীটিকে লেজের কায়দায় জড়িয়ে কব্জা করে ফেলেছিল বিশাল সাপটি। নিজেকে ছাড়াতে প্রচণ্ড কসরত করতে থাকে বাঁদর ছানাটি। যত ছাড়ানোর চেষ্টা করে বাঁধন আরও শক্ত করে ফেলে সাপটি। বাঁদরশাবক ও বিশালকৃতির সাপের মধ্যের সেই অসম লড়াইয়ের একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে ফেসবুক সমাজমাধ্যমে পাতায়। ভিডিয়োটি দেখে বাঁদরের ছানার হার না মানা চেষ্টাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
ভিডিয়োয় দেখা গিয়েছে একটি নারকেল গাছের গুঁড়িতে বাসা বেঁধেছিল বড়সড় এক সাপ। সেই গাছে উঠতেই বাঁদরটিকে আষ্টেপৃষ্ঠে বেঁধে রাখে। সাপের কবল থেকে মুক্ত করতে ক্রমাগত সাপটির গায়ে কামড় বসাতে থাকে ছোট্ট ছানাটি। পাল্টা আক্রমণে খানিকটা পিছু হটে সাপটি। মরণ বাঁধন খানিকটা শিথিল হতেই নিজেকে খানিকটা সরিয়ে নিতে পারে প্রানীটি।তবে পুরোপুরি নিজেকে মুক্ত করতে পারেনি সরীসৃপটির শরীরে প্যাঁচ থেকে। একটি হাত ধরে রেখেছিল সাপটি। ওই অবস্থাতেও হাল ছেড়ে দেয়নি বাদঁরটি। বারবার সাপের শরীরে কামড় দিয়ে আক্রমণ করতে থাকে। মরণবাঁচন পরিস্থিতিতেও ছোট্ট শাবকের নাছোড়বান্দা মনোভাব সমাজমাধ্যমের নজর কেড়েছে। কয়েক লক্ষবার দেখা হয়েছে সমাজমাধ্যমে। প্রচুর লাইক ও মন্তব্য জমা পড়েছে ভিডিয়োয়। তবে শেষপর্যন্ত শাবকটির কী হল তা দেখা যায়নি ভিডিয়োয়।