Uttar Pradesh

বরযাত্রী নিয়ে বিয়ে করতে যাচ্ছিলেন, মাঝপথে ট্রেন থেকে ঝাঁপ দিলেন তরুণ! কারণ নিয়ে ধোঁয়াশা

পাঁচ মাস আগে ঘোসি এলাকার এক তরুণীর সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল তরুণের। বিয়ের সিদ্ধান্তে খুশি ছিলেন তরুণ। শুক্রবার দুপুর সাড়ে তিনটে নাগাদ বরযাত্রীসমেত ট্রেনে উঠেছিলেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ১৫:৫৯
Share:

—প্রতীকী ছবি।

পাঁচ মাস আগে তরুণীর সঙ্গে আলাপ। কয়েক মাসের মধ্যেই তাঁর সঙ্গে বিয়ে ঠিক হয় তরুণের। শুক্রবার বরযাত্রী নিয়ে হাসিমুখে বিয়ে করতে বেরিয়েছিলেন তিনি। কিন্তু বেলা গড়াতে না গড়াতেই কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেললেন তরুণ। ট্রেন থেকে ঝাঁপ দিয়ে নিজেকে শেষ করে ফেললেন তিনি।

Advertisement

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, উত্তরপ্রদেশের আজমগড়ে পরিবার নিয়ে থাকতেন ৩০ বছরের তরুণ। বেশ কয়েক বছর ধরে রায়বরেলীতে থাকেন তিনি। তরুণের ভাই জানান যে, পাঁচ মাস আগে ঘোসি এলাকার এক তরুণীর সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল তরুণের। বিয়ের সিদ্ধান্তে খুশি ছিলেন তরুণ। শুক্রবার দুপুর সাড়ে তিনটে নাগাদ বরযাত্রীসমেত ট্রেনে উঠেছিলেন তিনি। ট্রেনে উঠেও হাসিখুশি মেজাজে ছিলেন তরুণ।

পুলিশ সূত্রে খবর, ট্রেনটি গৌরীগঞ্জ সেতুর কাছে পৌঁছোয়। সেতুর মুখে পৌঁছোনোর আগে ট্রেনের গতি কমিয়েছিলেন রেলচালক। পুলিশের দাবি, সেই সময় ট্রেন থেকে ঝাঁপ দেন তিনি। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ রেললাইন থেকে মৃত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। তরুণ হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিলেন তা নিয়ে তদন্তে নেমেছে উত্তরপ্রদেশ পুলিশ। বিয়ে করতে যাওয়ার সময় হঠাৎ কেন হবু পাত্র নিজেকে শেষ করে ফেললেন তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement