Optical Illusion

সার সার ক্রিসমাস ট্রি, তবে একটিরই মাথায় জুটেছে জ্বলজ্বলে তারা, কেউই খুঁজে পাচ্ছে না তাকে

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২৩ ১৯:০৩
Share:

ছবি: সংগৃহীত।

একটি কঠিন ধাঁধা। এই ছবি থেকে জিনিস খুঁজে বার করার খেলাটি যাঁরাই খেলেছেন, তাঁরাই বলেছেন, এর উত্তর খুঁজে পাওয়া মানে অসাধ্য সাধন করা। তাঁদের মধ্যে ৯৫ শতাংশ আবার জানিয়েছেন, তাঁরা এই ধাঁধার সমাধান করতে পারেননি। বাকি ৫ শতাংশের মধ্যে কি আপনি পড়েন। আপনার চোখের দৃষ্টিশক্তির জোর কতটা?

Advertisement

পরীক্ষা নিয়ে দেখবেন না কি একবার?

নীচে দেওয়া রয়েছে ছবি। তারও নীচে দেওয়া রয়েছে সমাধান।

Advertisement

ধাঁধা।

আপনি কি আগেই সমাধানে চোখ রাখবেন? না কি খানিক খুঁজে পেতে দেখবেন? পরীক্ষা নেবেন চোখের?

ছবিটি এই বড়দিনের আবহের সঙ্গে সুন্দর মানননসই। ধবধবে সাদা বরফের চাদরে মাথা তুলে রয়েছে অজস্র সবুজ ক্রিসমাস ট্রি।

প্রায় প্রত্যেকটিরই গায়ে আলোর মালা, বরফের আঁকিবুকি আর বড়দিনের সজ্জা। বরফে ঢাকা মাটিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেক উপহারের বাক্সও। তবে ক্রিসমাস ট্রির সাজসজ্জা দেখার মতো।

এ হেন সার দেওয়া ক্রিসমাস ট্রির কেবল মাত্র একটির মাথায় জুটেছে জ্বলজ্বলে তারা।

সেই তারাটিই খুঁজে বার করতে হবে আপনাকে।

আপনি কি এত ক্ষণে তারা খুঁজে পেয়েছেন?

না পেলে নীচে দেওয়া রইল সমাধান।

সমাধান।

অনেকে বলেছেন, তাঁরা সমাধানেও খুঁজে পায়নি তারাকে। তাই তাঁদের জন্য আরও বড় করে দেখানো রইল তারাটি।

কী বলছেন, আপনি সাদা চোখেই খুঁজে পেয়েছে? তা হলে আপনার চোখের তারিফ করতেই হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement