ছবি: সংগৃহীত
ছবিতে পার্থক্য খোঁজার ধাঁধা। আপাতদৃষ্টিতে এক রকম দেখতে দুটি ছবি কিন্তু হুবহু এক নয়। তাদের মধ্যে থেকেই খুঁজে ফেলতে হবে তিনটি পার্থক্য। নীচের ছবি দুটিও সেইরকম।
ছবি: সংগৃহীত
পাশাপাশি দুটি ছবিতে বাক্সের মধ্যে বিড়ালকে বসে থাকতে দেখা যাচ্ছে। দুটি ছবিতে কয়েকটি পার্থক্য সহজেই বোঝা যাচ্ছে। কিন্তু কিছু পার্থক্য খুঁজতে আরও খুঁটিয়ে দেখতে হবে ছবি।
১৫ সেকেন্ডের মধ্যে তিনটি পার্থক্য খুঁজে ফেলতে হবে। সময়ে শেষ করলে বুঝতে হবে আপনার নজর তীক্ষ্ণ। না পারলেও মন খারাপ করার ব্যাপার নেই। আরও অভ্যাস দরকার।
গবেষণা বলছে, এই ধরনের ধাঁধার সমাধান করার নিয়মিত চেষ্টা আমাদের দৃষ্টিশক্তিকে উন্নত করে। এমনকি, মস্তিষ্কের কাজ করার ক্ষমতাও বৃদ্ধি করে। তাই অভ্যাস জারি রাখুন।
এখনও উত্তর খুঁজে না পেলে নীচে দেওয়া রইল সমাধান।
ছবি: সংগৃহীত