spot the difference

দু’টি ছবির মধ্যে রয়েছে অন্তত তিনটি অমিল, বলুন তো কী কী?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

নয়াদিল্লি শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২৩ ২২:২৬
Share:

ছবি: সংগৃহীত।

ছোটবেলায় শিশু পত্রিকা খুলেই প্রথম চোখ যেত কমিক্সে। তার পরেই ধাঁধার পাতায়। এমন নস্টালজিয়া যাঁদের আছে, তাঁরাই বুঝবেন এই ধাঁধাটির মজা। নানা রকম ধাঁধার ভিড়ে সবচেয়ে প্রিয় ধাঁধা হত ছবিতে খোঁজার চ্যালেঞ্জ। এই ধাঁধাটিও তাই।

Advertisement

যাঁরা ছোটবেলার এই ধাঁধার খেলা খেলেছেন তাঁদের এর নিয়ম কানুন বলে দিতে হবে না। কিন্তু যাঁরা খেলেননি তাঁদের জন্য বলা থাক নিয়ম। দুটি আপাত দৃষ্টিতে এক রকম দেখতে ছবি রাখা থাকবে পাশাপাশি। কিন্তু দেখতে এক লাগলেও তার মধ্যে থাকবে সূক্ষ্ম কিছু পার্থক্য। আপনার কাজ সেই পার্থক্যকে খুঁজে বের করা।

এই ধাঁধাটিতেও পাশাপাশি দুটি ছবির মধ্যে রয়েছে তিনটি পার্থক্য। ছবিতে দেখা যাচ্ছে, এক হাতে একটি মাছ ধরে আর অন্য হাতে চুরুট খেতে খেতে যাচ্ছেন টুপি পরা এক ব্যক্তি। এখন আপনাকে দেখতে হবে ছবি দুটির মধ্যে তফাৎ কোথায়।

Advertisement

সময় ১৫ সেকেন্ড। এর মধ্যে আপনি ওই পার্থক্য খুঁজে বের করতে পারলে বুঝতে হবে আপনার দৃষ্টি শক্তি প্রখর। তবে না পারলে সমাধান রইল নীচে। দেখে নিন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement