ছবি: সংগৃহীত।
ছোটবেলায় শিশু পত্রিকা খুলেই প্রথম চোখ যেত কমিক্সে। তার পরেই ধাঁধার পাতায়। এমন নস্টালজিয়া যাঁদের আছে, তাঁরাই বুঝবেন এই ধাঁধাটির মজা। নানা রকম ধাঁধার ভিড়ে সবচেয়ে প্রিয় ধাঁধা হত ছবিতে খোঁজার চ্যালেঞ্জ। এই ধাঁধাটিও তাই।
যাঁরা ছোটবেলার এই ধাঁধার খেলা খেলেছেন তাঁদের এর নিয়ম কানুন বলে দিতে হবে না। কিন্তু যাঁরা খেলেননি তাঁদের জন্য বলা থাক নিয়ম। দুটি আপাত দৃষ্টিতে এক রকম দেখতে ছবি রাখা থাকবে পাশাপাশি। কিন্তু দেখতে এক লাগলেও তার মধ্যে থাকবে সূক্ষ্ম কিছু পার্থক্য। আপনার কাজ সেই পার্থক্যকে খুঁজে বের করা।
এই ধাঁধাটিতেও পাশাপাশি দুটি ছবির মধ্যে রয়েছে তিনটি পার্থক্য। ছবিতে দেখা যাচ্ছে, এক হাতে একটি মাছ ধরে আর অন্য হাতে চুরুট খেতে খেতে যাচ্ছেন টুপি পরা এক ব্যক্তি। এখন আপনাকে দেখতে হবে ছবি দুটির মধ্যে তফাৎ কোথায়।
সময় ১৫ সেকেন্ড। এর মধ্যে আপনি ওই পার্থক্য খুঁজে বের করতে পারলে বুঝতে হবে আপনার দৃষ্টি শক্তি প্রখর। তবে না পারলে সমাধান রইল নীচে। দেখে নিন।