ছবি: সংগৃহীত।
বড়দিনের মাস। ঝকঝকে তারা ভরা নীল আকাশের নীচে এখন ঝলমলে কেক, খাবার-দাবার কিংবা গরম জামা-জুতো-মোজার রঙিন পসরা। চার্চের বাইরে সাজসজ্জা। বিশেষ প্রার্থনার রিনরিনে সুর। ডিসেম্বরের মাঝ সপ্তাহে সেজে ওঠা তেমনই এক শহরের সন্ধ্যার ছবি ধরা পড়েছে এক শিল্পীর তুলিতে।
ধাঁধা।
ছবিতে চাঁদের আলোয় সাদা হয়ে গিয়েছে রাস্তা। আকাশে তারার চুমকি। রাত বেড়েছে বলে শুরু হয়েছে গুঁড়ো গুঁড়ো তুষারপাত। গলির দু’পাশের দেকাানে জ্বলতে শুরু করেছে বড়দিনের ওম ঝড়ানো আলো। এর মধ্যেই কোথায় যেন কেউ একটা লিখে রেখেছেন ‘স্নো’।
দেখুন তো সেই লেখাটা খুঁজে পান কি না।
ছবিতে ভর্তি দোকানের সাইন বোর্ড। তাতে নানারকম লেখাও রয়েছে।
সেখানে কি কিছু লেখা রয়েছে?
না কি অন্য কোথাও।
খুঁজে পেয়ে গেলেন না কি?
না পেলে নীচে দেওয়া রইল সমাধান।
সমাধান।