কোথায় লুকিয়ে রয়েছে ফটোগ্রাফার।
ছবি তোলার নেশায় অনেক সময় দুর্গম এলাকাতেও পৌঁছে যান ফটোগ্রাফার বা আলোকচিত্রীরা। এখানেও তেমনই এক জন গহীন অরণ্যে ঢুকে পড়েছেন।
পাহাড়ি এলাকা। চার পাশে দেবদারু বা চিনার গাছের সারি। পাহাড়ের ফাঁক গলে তরতরিয়ে বয়ে চলেছে নদী। প্রাকৃতিক সৌন্দর্যের টানে এমন জায়গায় এসে হাজির হয়েছেন ওই ফটোগ্রাফারও।
বনে জঙ্গলে অনেক জীবজন্তুর দেখাও পাওয়া যায়। যারা কাউকে দেখলে চট করে সামনে আসে না। লুকিয়ে বেড়ায়। তাদের থেকে নিজেকে আড়াল করতেই সম্ভবত গা ঢাকা দিয়েছেন ওই ফটোগ্রাফার। আপনাকে খুঁজে বার করতে হবে তাঁকে।
সবুজ বনে লুকিয়ে থাকার জন্য সবুজ রঙেরই পোশাক পরেছেন তিনি। ফলে তাঁকে খুঁজে পাওয়া খুব একটা সহজ হবে না।
কিন্তু মনঃসংযোগ করলে অনেক অসম্ভবও সম্ভব হতে বাধ্য। তাই একটা চেষ্টা করে দেখতে পারেন।
আপনি কি দেখতে পেলেন তাঁকে?
না পেলে নীচে দেখে নিন।