ছবি: সংগৃহীত।
খাঁচা ছেড়ে উড়ে গিয়েছে তোতা পাখি। তবে পালিয়ে যায়নি। বাড়ির আনাচে কানাচেই গা-ঢাকা দিয়েছে। তাকে খুঁজে বার করতে হবে। পরীক্ষাটা একটু কঠিন। তাই সময়ও বেশি। ২১ সেকেন্ডের মধ্যে খুঁজে বার করতে হবে পাখিটি।
ধাঁধা।
সাধারণত এই ধরনের ধাঁধায় চোখের সামনেই থাকে সমাধান। কিন্তু এক ঝলকে তাকে খুঁজে পাওয়া যায় না। উপস্থিত বুদ্ধি থাকলে সঠিক জায়গায় সন্ধান করবে আপনার চোখ। খুঁজে পেতে দেরি হবে না।
বাড়িটিতে সারিসারি বারান্দা। একএকটি বারান্দায় এক বা একাধিক জন। তাদের ভিড়ে ছোট্ট তোতাপাখিকে খুঁজে পেতে একটু সময় লাগতে পারে। তাই সময় ২১ সেকেন্ড।
তবে তার পরেও না পেলে নীচে সমাধান দেওয়া রইল।
সমাধান।