Puzzle Mystery

অন্যের ভুল ধরা সোজা, কিন্তু এই ছবির ভুল ধরা কঠিন, পুরনো এই ধাঁধার সমাধান আজও অনেকেই পারেননি

পুরনো ধাঁধার ঝুলি থেকে বার করা হয়েছে এই ছবিটিকে। এটি ১৯ শতকের শেষ দিকে প্রকাশ করেছিল ইটিডব্লিউ ডেনিস নামের এক প্রকাশনা সংস্থা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২৪ ২৩:৫৮
Share:

ছবি: সংগৃহীত।

ভুল ধরার মতো সহজ কাজ আর দুটি নেই পৃথিবীতে। সকলেই অন্যের ভুল ধরতে ব্যস্ত। তার পর শুরু হয় সমালোচনা। কটাক্ষ। অথচ ভুল নিজের হলে দেখতে পাই না আমরা। আর এই ছবির ক্ষেত্রেও ভুল ধরা সহজ নয়।

Advertisement

পুরনো ধাঁধার ঝুলি থেকে বার করা হয়েছে এই ছবিটিকে। এটি ১৯ শতকের শেষ দিকে প্রকাশ করেছিল ইটিডব্লিউ ডেনিস নামের এক প্রকাশনা সংস্থা।

ছবিটি পুরনো ব্রিটেনের রাস্তার। সেখানে গাড়িও চলছে। আপনাকে খুঁজতে হবে এই ছবিতে কোন কোন জিনিস নেই। বা এই ছবির ভুলটা কোথায়। সমাধান বলা হবে না।

Advertisement

আপনাকেই খুঁজে বার করতে হবে কোথায় ভুল। সময় মাত্র ৩০ সেকেন্ড।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement