ছবি: সংগৃহীত।
ভুল ধরার মতো সহজ কাজ আর দুটি নেই পৃথিবীতে। সকলেই অন্যের ভুল ধরতে ব্যস্ত। তার পর শুরু হয় সমালোচনা। কটাক্ষ। অথচ ভুল নিজের হলে দেখতে পাই না আমরা। আর এই ছবির ক্ষেত্রেও ভুল ধরা সহজ নয়।
পুরনো ধাঁধার ঝুলি থেকে বার করা হয়েছে এই ছবিটিকে। এটি ১৯ শতকের শেষ দিকে প্রকাশ করেছিল ইটিডব্লিউ ডেনিস নামের এক প্রকাশনা সংস্থা।
ছবিটি পুরনো ব্রিটেনের রাস্তার। সেখানে গাড়িও চলছে। আপনাকে খুঁজতে হবে এই ছবিতে কোন কোন জিনিস নেই। বা এই ছবির ভুলটা কোথায়। সমাধান বলা হবে না।
আপনাকেই খুঁজে বার করতে হবে কোথায় ভুল। সময় মাত্র ৩০ সেকেন্ড।