—প্রতীকী চিত্র।
সবে দুদিন হল প্রেম দিবস গিয়েছে। এর মধ্যেই হৃদয় ভাঙ্গার কথা! তবে জ্ঞানী মানুষেরা নাকি বলেন প্রেমের গোড়ায় হৃদয় ভাঙলে ত হল সুলক্ষণ। শুরুতেই সম্পর্কের গিঁট মজবুত হয়ে যায়। এই ছবিতে ভাঙ্গা হৃদয়খানি খুঁজে পেলে অবশ্য আপনার দৃষ্টিশক্তি মজবুত কি না তার প্রমাণ পাবেন আপনি।
এই ছবিও এক ধরনের ধাঁধা। যাকে বলে চোখ ধাঁধানো ধাঁধা বা অপটিক্যাল ইলিউশন। সারা ছবি জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা টুকটুকে লাল হৃদয়ের মধ্যে একটি মাত্র ভাঙ্গা হৃদয় খুঁজে বের করা মুখের কথা নয়। কিন্তু সেই প্রায় অসম্ভব কে সম্ভব করেই আপনাকে দৃষ্টি শক্তির পরীক্ষা দিতে হবে।
ছবিতে দেখা যাচ্ছে অজস্র রাঙা হৃদয়ের মাঝ খানে হাতে একটিকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে এক কন্যা। তার সাদা ফ্রকের উপরেও ছোট ছোট লাল হৃদয় চিহ্ন। দেখুন তো এই ছবিতে আপনি সেই ভাঙ্গা হৃদয় চিহ্নটিকে খুঁজে নিতে পারলেন কি না! না পারলে নীচে দেওয়া রইল সমাধান।